গদাধর সরকার
বাউল কিশোর
ফুল গাঁয়ে পাখি সব গানে মশগুল ।
ভুলভুলো মেঠো পথ রঙিন বিপুল !
ঘ্রাণ ছোটে চারিদিকে । হৃদি
আনচান !
গান দিয়ে মোড়া এই অলীক বাগান !
আজ বড় ঝলমলে কিশোরীর সাজ !
আজ প্রজাপতি বোনে মনের কোলাজ -- !
তারপরে সেই ভাষা , কিযে
নাম তার ?
ঝাড়বাতি ভালোবেসে , ছড়ায়
বাহার !
ঘাস , মতি
আর এক প্রিয় অবকাশ !
হাঁসভূমি ছুঁয়ে খোঁজে নাচের আকাশ
--- !
খোড় বলে কাছে আয় , কিরে
নাম তোর ?
ভোর বলে , আমি
সেই বাউল কিশোর !
পারাপার
গুলবাগে ফুটে আছে তুলতুলে ফুল !
ফুলটুসি পাখি নাচে খুশি যে
বিপুল !!
জুঁই মাসি দুলে দুলে গোনে এক , দুই !
ভুঁই থেকে মাটি তুলে উঠোনে পা -
ধুই !!
জলছবি নদী নাচে পায়ে বাঁধা মল !
টলটলে স্মৃতি ওড়ে দু-কুলে
প্রবল !!
জুলজুলে রাঙা রোদে কি যে
মশগুল !
বুলবুলি বাঁশি আর উদাসী পুতুল !!
টুকটুকে মুখ খানি রাশি রাশি
সুখ !
বুক ভরে হাসে যেন মাধুরী
ঝিনুক !!
ঝালকাঠি গেলে মেলে বাসমতি চাল !
পালতোলা মেঘ আঁকে মালতী সকাল !!
হই হই ছেলে বেলা সোনাঝুরি খই !
চই চই হাঁস ডাকে , সাঁকোটি
পেরোই !!
ঠিক যেখানে
পুনু --- পুনু --- কোথায় পুনু ? ওইতো কবি , ডাকো !
এপার -- ওপার মাঝখানে সেই রূপসা
নদীর সাঁকো !
রঙ নেমেছে হরিণ ক্ষেতে , ডাকছে কি এক পাখি !
আপন মনে চাঁদের আলোয় একলা জেগে
থাকি !
শিউলি পাতা দুলছে কি যে !
চারটি জবার কুঁড়ি !
বলছে আবার চলনা সবাই ওড়না হয়ে উড়ি
!
চলনা খেলি চু - কিত কিত ! খেলতে খেলতে শেষে ,
ছড়িয়ে যাবো আমরা সবাই মেঘনা মেঘের দেশে !
হারিয়ে যাবো চলনা সবাই সবুজ টিলার ঘাসে !
ঠিক যেখানে জলছবি ঘর নাচতে নেমে
আসে !
খুঁজিস শুধু তুই
সবেদা গাছ । রূপোলি নাচ । ফুটলো
বেলি জুঁই !
কেমন করে মাছরাঙা হোস , বলতে
পারিস তুই ?
তোর বুকে কি ঝুমঝুমি ভোর নাচলে
বাতাস বয় ?
ভূবন ডাঙায় এখনও সেই রঙের মেলা হয় ?
নীল পরীরা ওড়ায় জানি রাতের
"তারা হাঁস" !
হৃদয় পুরের পথিক আমি কার কাছে খোঁজ
পাস ?
পাতায় পাতায় রোজ ঢালি রোজ নামতা
শেখার ভোর !
এই কথাটাও ভাবলে বুঝি নেই অজানা
তোর !
সবেদা গাছ । রূপোলি নাচ । ফুটলো
বেলি জুঁই !
কেউ না ভালোবাসুক আমায় , খুঁজিস
শুধু তুই !
প্রীতির রাখী
জরির টোপর , পাল
তোলা মেঘ , একটু তাকাও যদি -- !
দেখবে হেসে টাপুর-টুপুর বইছে গানের
নদী -- !
তার পাশে সব এতোল বেতোল নাম না
জানা গাছে !
হৃদয় পুরের আলুক শালুক ফুলরা ফুটে
আছে !
জল চিক চিক , ঢেউ
চিক চিক , ঝিনুক পুঁতির খোঁজে !
একটা মানুষ ঢেউ হয়ে যায় । কেউ কি
সেটা বোঝে ?
কেউ বোঝেনা , কেউ
বোঝেনা , নীল পালকে মুড়ে ;
লোকটা ক্রমেই যায় হারিয়ে দূরের
থেকে দূরে --- !
দিন থেকে রাত ছুটতে ছুটতে মন ভোলা
তার ছবি ,
সবুজ পুরের হাওয়ায় ভাসে , ঠিক
যেন সে কবি !
তুমিই তবে জরির টোপর , পাল
তোলা মেঘ পাখি ,
লোকটাকে রোজ পরিয়ে দিও একটি
প্রীতির রাখী !
দিদিমনি
বকুল আলো ছড়িয়ে থাকে সারা উঠোন ভ'রে
,
দিদিমনির চোখের তারায় বুলবুলি দিন
ওড়ে -- !
পাহাড় চূড়োর পালক রাশি টাপুর-টুপুর
ঝরে ।
দিদিমনির মনের বাগান কেমন যেন করে
।
আকাশ , আকাশ
, আকাশমনি , ধান ঝুর ঝুর নদী !
এসো , এসো
আলাপ ছড়াই দিদিমনির যদি ---
মনের ডানায় আবার লাগে নতুন কুঁড়ির
আশা ।
সেটাই হবে সবচে ভালো । দুলবে
ভালোবাসা ।
এমনি করে ঢেউ ভেসে যায় । একটা আবার
এসে ,
রোজ দুপুরের উদাস হাওয়ায় বকুল
পাতায় মেশে !
বকুল আলো ছড়িয়ে থাকে সারা উঠোন ভ'রে
!
দিদিমনির চোখের তারায় বুলবুলি দিন
ওড়ে !
বুনন
রেশম কিশোরী ঘুড়ি সারারাত নেচে ,
পাতার পোষাকে শুধু মোহর
বুনেছে -- !
বোধের পরাগে ওড়ে বোধিময় মাটি ,
বাঘের দু-চোখে নাচে আতর ঘোড়াটি !
বিভোর বাঁশিটি বাজে ! দিধা হীন
ছেনি ,
তুখোড় স্বভাবে খোদে , স্বভাব
ঘোচেনি !
অমর করেছে তাকে চলমান ঘড়ি !
অমল আঁধারে জাগে নিঝুম নগরী !
সময় চলেছে হেঁটে কাল হতে কালে !
নতুন নদীটি নাচে নতুন সকালে !
দু-হাত বাড়ালে "তারা"
দোলে মন কিযে !
কোথায় হারাবো বলো ? পাগল
আমি যে !
রাখেন যাহাকে তিনি কে যে তাকে
মারে ?
সোনার ফসল দোলে হৃদয় খামারে !
রেশম কিশোরী ঘুড়ি সারারাত নেচে ,
পাতার পোষাকে শুধু মোহর
বুনেছে --- !
এই ছেলেটা
এই ছেলেটা তোর কি বুকে চরকি ঘোরে
রোজ --- ?
আধপেটা খাস আর বাকিটা স্বপ্নে করিস
খোঁজ ?
মেঘ পরীদের পাস কি দ্যাখা , চাঁদ
পরীদের ঘর ?
আবীরে ডুব দিয়েছে দ্যাখ রাত জাগা
এক চর !
চর - না আকাশ একটু তাকাস যেমনি করে
তুই ,
তেমনি করে ফুল নগরীর তিনটি হরিণ
জুঁই ;
আউলি নাচে বাউলি নাচে শাউলি নাচে
আর
রঙ গুলো সব ছড়িয়ে দিয়ে সাজায় নদীর
পাড় !
রঙ ধরে তুই হাঁটিস বুঝি ? নেই পথে ফের যাস ?
এই ছেলেটা তোর কি বুকে চরকি
বারোমাস --- ?
শাপলা পুরের গন্ধ
চাও কি তুমি আকাশ ছুঁতে ? কেউ
যে আকাশ চায়না !
তাই কি তুমি অমন করে ধরলে আতর
বায়না ?
বেশ তো নাচো নুপুর পরে, বেশ
তো নামাও বিষ্টি --
নামটা দারুন মিষ্টি ! নামটা দারুন মিষ্টি
!
নামটা আবার চৌকো ! নামটা আবার চৌকো
!
দুলবো আবার সবাই মিলে, দুলবে
কথার দুলকি ---- !
উড়বে টগর, গোলাপ,
গাঁদা, উড়বে আলোর ফুলকি !
ঘুরবে কথার চরকি, আসবে
নতুন ভোর কি ?
আয় আয় চাঁদের পাহাড় ! আয় আয় সাগর পালক !
আয় আয় পাতার ভুবন, আয়
আয় রাখাল বালক !
দুলছে হাসি, মেঘনা
পাড়া । দুলছে বাঁশি । তিনটি তারা--- !
দুলছে তারা -- দুলছে তারা ---
দুলছে তারা ---
দুলছে দ্যাখো রামধনু মন, দুলছে
নাচের ছন্দ !
মাখছে গায়ে টুনটুনি দিন শাপলা
পুরের গন্ধ !