বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

জ‍্যোতির্ময় মুখার্জি


জ‍্যোতির্ময় মুখার্জি

শুদ্ধ হও নখ


এসো আভিজাত্য

এসো আঙুল স্রোত

তোমার পরিণতি ঝুলে থাকে ভেজা কল‍্যাণে


এখানে কোনো অকারণ ধুলো নেই

এখানে খাঁজে খাঁজে বাতাস খুয়েছে জল


চোয়াল ফেরালো হাসি


আসলে, প্রতিটি খোলসের বাইরেই

জ্বলে ওঠে মোমবাতি

পৃথিবীর সবটুকু ইতস্তত মুছে ফেলে


শুদ্ধ হও নখ







ওসব জুতোর সমাচার

বিপরীত

অথচ কতো দূর


নদী তোর ধুলো ধুলো বুক


এসো

এসো

গাঁথো

ফসল ফলাও

বা, নষ্ট


সব জুতোর সমাচার


আসলে, প্রতিটি মেয়ের গায়েই

একটা লেপ্টে থাকা হরিণ থাকে


ধান বুনতে বুনতে ফুরিয়ে যায় বীজ









পুকুর পুকুর পুরুষ

ব‍্যবধান তো খারাপ নয়, দ‍্যাখো

চাকাগুলোও কেমন পেরিয়ে যাচ্ছে আঁশ



আঁ

আঁচড়ে আঁচড়ে

হাঁ হয়ে আছে মুখ


কুয়োবোধে


ঢুকে ঢুকে যাচ্ছে

ফল

ফুল

ফড়িং

ওরাংওটাং

বিলিতি বেগুন

খচ্চর সব


পুকুর পুকুর পুরুষ








মাল খসানোর আগেই ছিঁড়ে যায় বিচি

বাল, ওসবে কিস্সু হয় না

জল পড়ে

পাতা নড়ে

আলো আলো

কালো কালো

ভিজে গেছে বুক…..


তা বাল, চেটে খেয়ে নে


যত্তসব,

চোখ ভাঙে

বুক ভাঙে

কতোরূপে কতো জলাধার


মাল খসানোর আগেই ছিঁড়ে যায় বিচি









মুখ লুকায় ঈশ্বর

যেকোন রক্তপাতেই শুষ্ক হয় পৃথিবী

এ যেন এক ইউনিভার্সাল ট্রুথ্


তবু রক্ত ঝড়ে

রক্ত ঝড়ে

বুক চিড়ে

যোনি ছিঁড়ে


ঘন্টা নড়ে

ঘন্টা নড়ে

ধূপ ধূনো আর ফুলে ফুলে


মুখ লুকায় ঈশ্বর