বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

শেখ সামসুল হক


শেখ সামসুল হক

তার জন্য

আমাকে স্বাধীন রাখতে এখন বেসামাল হয়ে গেছি
কিছুতে আমার ভেতর আমাকে খুঁজে পাইনে চেয়ে দেখি
আরেক জীবন পৃথক মানুষ বসত ভিটে এলোমেলো
ছবির মতন আসল নকল সহজে ধরা বেশ শক্ত
প্রায়ই ভাবতে ভাল লাগে দরকার স্বাধীন সত্যের
কানাকানি আর হানাহানি নিয়ে যেখানে ভীষণ রূপ
দিনের চেয়ে রাতে ভয়াবহ হয়ে ওঠে তার জন্য
মায়া হয় বটে দুঃখ কেউ পায় বলে শুনিনি কখনো।







বাজারে হাজার লোক

হৃদয়ে রক্তপাত আর গোলাপ বাগানে লাশ
গোপন করে শুধু গড়িয়ে যায় বছর মাস
তোমার দেখাদেখি দেখে আকাশ বাতাস হাসে
না কাঁদে তার কোন কিছু জানার বোঝার কথা
বলে না কেউ চুপচাপ বয়ে চলে নদী জল
সাগরে ঢেউ ওঠে তার ছবি কখন দেখবো
কি করে দেখি একা বোকা এই দিন মানে
কোথাও তুফান নেই শহরে মিছিল নেই
বাজারে হাজার লোক কেনা কাটা নিয়ে ব্যস্ত
যখন তখন তুমি কেন তবে অখুশী হবে।






দূর পরবাসে

কবিতা এখন অনুপ্রাসের যৌবন ছুঁয়ে যাওয়া
ফুলেল হাসি, কৃষ্ণাগ্নির বিশাল উত্থান
কবিতা বুঝি না অনুপ্রাস বুঝি শুধু
কবিতা কঠিন কিছু নয় যদি হয়
হয় হোক ক্ষতি নেই -একদিন সেও
সরল আকাশ হয়ে যাবে যেতে হবে

কবিতা বুঝি না অনুপ্রাস বুঝি
আর তা বুঝলে কবিতারই জয়
ঘরে ঘরে এখন অনুপ্রাস মানেই কবিতা
ক্ষমাহীন বিজ্ঞান কবিতা আন্দোলন যত্রতত্র
বাউল বাতাসে চুল উড়ানোর দিন শেষ
অনুপ্রাস কবির হাত কর্মের হাতিয়ার
এই সত্য সুন্দর শান্তির আওয়াজ
নওগাঁ থেকে চাটগাঁ দূর পরবাসে।






শোক

পাঁচশ টাকার শোকে
পকেটে হাসে কালো চাঁদ
প্রকাশ্য দিবালোকে
বলছে নিতে হবে দাঁদ।







দূরত্ব

দূরে আছি দূরেই থাকবো
আকাশ মাটির
ব্যবধান কাছে টেনে
পাহাড় সাগর
যেমন থাকছে
রাত উজাড় ব্যথা হৃদয়ে।






যুদ্ধ

যুদ্ধ ছিল তখন যুদ্ধ আছে এখন
যুদ্ধ ঘরে বাইরে যুদ্ধ কথা বলতে
যুদ্ধময় জীবনে যুদ্ধ হয় হোক না
যুদ্ধ থাক না চাই যুদ্ধ নিয়ে চলতে।