রবীন বসু
ছায়াচিত্র
১
এই যে উপলখণ্ডে বসেছে রোদ
ছায়া সরে গ্যাছে দূরে
বাতায়নে শুধু অবকাশ
ঘর ডাকছে যেন আবহের সুরে l
২
ভালোবাসা রেখেছে হাত সমর্পণে
অমলিন খুশি নিয়ে স্থির
বিচ্ছেদ বিরহ নিয়ে হাঁটে
ফড়িংডানায় জীবন যে তির তির l
৩
অবেলায় মেঘ ডাকে আকাশ অস্থির
জলের প্রত্যাশা নিয়ে
কৃষকেরা কর্ষণে নামে
মাটির ঔজ্জ্বল্য ঝরে উর্বরতা দিয়ে l
৪
উৎসব আনন্দ নিয়ে চলে গেল দূরে
পড়ে থাকা ছায়াচিত্র ভাবে
দুঃখের আলপনা আঁকা
আমাদের প্রাত্যহিক কোথা দিয়ে যাবে?
৫
সব যাওয়া গন্তব্যের হাত ধরে হাঁটে ধীর
ক্রমশ সঞ্চরণশীল আয়ু
পৃথিবীর নামমাত্র মাথাব্যথা
আমাদের সভ্যতা গিলে খাবে অবশিষ্ট
বায়ু !