বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

আবদুস সালাম


আবদুস সালাম

রণক্ষেত্র

মৃত্যুর আকাশ জুড়ে গনগনে লেলিহান  -শিখা
অস্থির দুহাত খুঁজে মৃত্যুর অন্ধকার
প্রেতের মেলায় নাচে অত্যাচারী রাজার শেষ রাজত্ব

আলোর অন্তর ভাসে নিশ্চিন্ত বিশ্বাসে
শঙ্খের অমোঘধ্বনি বেজে ওঠে মহল্লায়
পাপের স্রোত বেয়ে গেয়ে ওঠে ভ্রান্তির গান

দুঃখের প্রতিটি রাতে তৈরী হয় মৃত্যুরমিনার
মরণের চুল্লিতে শাসন করে অচৈতনিক  -বিশ্বাস
কালচ্যূত ভাবাবেগে ঢেকে যাচ্ছে মূল্যবোধের জলসাঘর







বিষ্মরণ 

নষ্ট বাসস্থান.
নষ্ট মাঠ ভঙ্গুর স্বপ্নের পরাভব মাখে
স্বপ্নের চাঁদ অভিযান থামায়
  মাথা ঠুঁঁকি হারানো বিশ্বাসের দেওয়ালে

ভালবাসার পান্ডুলিপিতে কোনও ব্যঞ্জনা নেই
 মূল্যবোধের সংজ্ঞা বদলে  যাচ্ছে ক্রমশ

  সবারই বোঝা উচিৎ ভরসাহীন ডানায় ভারসাম্য থাকেনা







প্রেম

সাপ রঙা  রাস্তায়  শুয়ে আছে রোদ্দুর
ফুল রঙের কষ্টরা  উষ্ণতা কুড়ায়
অভিজ্ঞতার বিষন্ন-ফুল তুলে রাখি  সংকোচে

পাপড়ির ভাঁজে ভাঁজে জমা আছে উৎসব

ঘুঘু ডাকা প্রহরে কষ্টরা হেসে ওঠে
দাঁড়ি কমা সেমিকোলন নিয়ে আদিক্ষেতা দেখিয়ো না প্লীজ

লাউএর মাচায় জড়ো হয়ে আছে শিশির  সঙ্গমের  গন্ধ


বিষন্ন বিকেল খুঁজে  রাখে হ্যানিমুনের পাসপোর্ট







অনুভূতির পিপাসা 

অবাঞ্ছিত স্রোত
ভেসে চলেছি অজানায়
 আধপোড়া সিগারেটের ধোঁয়ায় নীতি কথা পাক খায়
পাঠ করি আত্মক্ষরণের বর্ণমালা
অবাঞ্ছিত আক্রোশে চলকে ওঠে জলের শ্লোক

নদীর ভাঁজে  বসে আছে গুপ্ত ঘাতক
 ওরা শ্বাস কস্টের মতো জেগে জেগে ঘুমায়
 বিষন্ন  অন্ধকার শোনায় পথ হারানোর গান
 জীবনের গল্প মিশে দিক চক্রবালে
 ইতিহাসের পাতায় উঠে আসে সমুদ্রের নীল অহংকার

ভেতরে বাহিরে শুধু যুদ্ধ আর যুদ্ধ
যন্ত্রণারা খুবলে নিচ্ছে সামাজিক পোষাক
রাস্তার চারপাশে আঁকা পিপাসার কারুকার্য
 আর
 ঠিকানা হীন নীল খামে ভরা সহবাস কথা

স্রোতের ধাক্কায় মিলিয়ে যায় নিরাপত্তার ওম







একলা হওয়ার গান

একটা ঔদাসীন্য  ভাসে দিক চক্রবালে
ফেলে আসে বালিয়াড়ীর নগ্ন হাহাকার
আকুতি ভরা নষ্ঠ কাহিনী গতি পায়
পড়ে থাকে বিষাদ মাখা পরিত্যক্ত রেকর্ড

স্মৃতির আঙিনায় খেলা করে মৃতময় উপলব্ধি
ঘুমহীন চোখে বুক চেরা দীর্ঘশ্বাস
চাঁদ হীন রাত
অচেনা নদীতেএকা দাঁড় বেয়ে চলা

অক্ষমতার অক্টোপাশে বন্দী নিরুদ্দেশের উৎসব
নীল সংবেদন অস্থিরতায় ক্লীষ্ট

একা হয়ে যায় ঘুমন্ত অভিলাষ

পেখম মেলে জীবাণুর আহ্লাদ
পরাজয়ের পান্ডুলিপি  হয় ধুলায় মলিন
একটি উদ্বাস্তু জীবনের প্রহসনলিপি লেখা হয় ঘাস হীন প্রান্তরে