বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

সুধাংশুরঞ্জন সাহা


সুধাংশুরঞ্জন সাহা

প্রেম   :   এক     

তুমি আমার পাগলামি, হঠাৎ শান্ত ঠোঁট ।
আমার ঘোর কালো মেঘ, ঘনিয়ে ওঠা নিস্তব্ধতা।
আমার ভোরের কথা ।
কেবলই ভোর ভোর ।







প্রেম    :    দুই

তুমি আমার নিষিদ্ধ  আবেদন ।
বর্ষণশেষে মনের আগল ।
আমার নগদ বিনিময় ।
পায়ে নতুন ঘুঙুর ।
তুমি আমার হতভম্ব নিন্দুক ।
ব্যতিক্রমী ভ্রমণ ।







প্রেম    :   তিন

তুমি আমার লুকনো বাক্স ।
ভরপুর প্রাণ ।
রঙে রঙে রামধনু ।
ভুলচুক সচেতন বাজিমাত ।
তুমি আমার প্রকাশ্য মৃত্যু ।
বিপদ জড়ানো ভয় ।







প্রেম    :   চার

তুমি আমার সবুজ পাতা ।
পতঞ্জলির মশলা ।
সমুদ্রে ভাসানো নতুন বানিজ্যতরী ।







প্রেম    :   পাঁচ

তুমি আমার ঘোরতর বেদনা ।
দুই চোখে  অন্তমিলহীন ভাষা ।
ভুরুতে অযুত নন্দনকানন ।
আমার নতুন দেশ । সমুদ্র তরঙ্গ ।
ছুটির ঠিকানা ।