রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

অনিন্দ্যকেতন গোস্বামী


অনিন্দ্যকেতন গোস্বামী

জানি


রাখো এই কবোষ্ণ খেলা

এই ভেসে ওঠা ছেঁদো প্রেম এর গভীরে অবহেলা



এই ক্ষুৎপিপাসার জল

এ তোমার দেওয়া নয়। এ ঈশ্বর সম্বল...








তন্দুরি ও অঙ্গার

চলনা খানিক উড়ি

যেমন করে বাতাসে ভাসে সুঘ্রাণ তন্দুরি



একটা থালি ওড়া দরকার

তুই হবি রুটি আমি হবো আঁচে জ্বলন্ত অঙ্গার








অন্ধ দীপাবলি

আলোর এসেছে খেলা

দীপাবলি শুধু দীপাবলি ঘরে অন্ধকারের বেলা



ভারত আলোর জ্বরে

ভাসে। জানো নাকি সব টুনিগুলো তাও চায়না তৈরী করে।



আলোয় সড়কে চলি

পালিত হয় তস্য গলির তস্য ঘরে অন্ধ দীপাবলি...









অধিকার

এর পরেও দিন আসে

সেদিন কিন্তু লড়াই হবে না প্রভু আর ক্রীতদাসে....



সেদিন সিংহাসনে

তারাই কিন্তু পা তুলে দেবে যারাই ফসল বোনে....








বৃক্ষ মেয়ে

ওকে কেউ রং দিও না

বিধবা। ওর এখন কাজ শুধু একাদশী গোনা...



বসন্ত হাওয়া ওর জন্যে নয়

তোমরা উপেক্ষা করো.....ও করুক শুধু এক টুকরো রঙের সঞ্চয়



দোতলার বারান্দায় মেয়েটি বৃক্ষ...

অদূরে গলির মোড়ে উৎসব দেখে আর মাথায় ওড়ে অন্তরীক্ষ....