আবদুস সালাম
পরিবর্তন
অস্তিত্বের গলির ভিতর দালালের থাবা
মুছে দিচ্ছে নদীর
ফেলে আসা আবহমান সুর
আধভাঙা সংসারে বাজে বিষন্ন
হারমোনিয়াম
পাড়ার ঘাটে ঘাটে
ভাসে সংগ্রামের নৌকা
পাগলের সাথে এক বিছানায় নিশিযাপন
বিষ্ম য় বাষ্পীভূত হয় দেবতাদের
নিশ্বাসে
শূন্যতার সীমানায় বন্দি হয় দুরূহ
শাসন
তোলাবাজের দৌরাত্ম বাডে
অপদেবতারা পূজিত হয়
অতৃপ্তির মৈথুনে জন্ম নেয় মায়াময় অবসর
স্রোত
দু:খের পথে হেঁটে
চলেছি অবিরাম
হেঁটে চলেছি মৃত্যুর চুল ছুয়ে ছুয়ে
মৃত্যুর জঠর থেকে উথলে উঠে জীবন
উদাসীন বিষাদ ছুয়ে
যায় জীবনের স্রোত
থেমে যাওয়া মানে তো মৃত্যুকে ডেকে আনা
তাই আবার
উত্তর পুরুষদের জন্য মেতে
উঠি সংগ্রামে
দাঁতে দাঁত চেপে মাপি যন্ত্রণা
বিশ্রামের আকাশে উডে চলেছে বিষাদের
উদাসীন ঘুড়ি
মৃত্যুহীন জীবনের স্রোত আছাড়ি পাছাডি করে
ইচ্ছেগুলো বড্ড একা হয়ে
যায়
অজান্তে আকাশ জুড়ে
ছবি আকি সমুদ্রের
মায়াবী স্বপ্নেরপ্রলাপ কথা
বিষন্ন ছাতার নীচে মৃত্যু
ঢুকে পড়ে
কাশবনে ভালোবাসারা মৃত্যু কে ভয়
দেখায়
ইতিহাসের চাদ মৌনতার
সুগন্ধি মাখে
হৃদয়ের ভাজে ভাজে জমে আছে
চিন্তা
অস্তিত্ব হারানোর গল্প
নগ্ন কুমারীর রক্ত মাখা
ন্যাপকিন
উড্ডীন মন খারাপ ____
উডে যাওয়া পাখির বাসায়
আকা উথলে ওঠা ভালোবাসার গান
রাজপথে জমা হয়
সভ্যতার মৃতদেহ
অজস্র মৃতদেহ জন্ম দিচ্ছে ব্যর্থ কবিতা
সময় বাহিত মহাকাল কপনি পডে মহল্লা
কাপায়
সম্পর্কের বাতিঘর চুইয়ে জড়ো
হয় ঘাম
মূল্যবোধ ঢাকা পডে
কুয়াশায়
শুধু বোকা মানুষেরাই ভালোবাসার গান
করে
জলের গভীরে
খুজে পেতে চায় শামুকের প্রণয় উপাখ্যান
সেজে ওঠে
মেঘেদের জলসা ঘর
বৃষ্টিরা বোবা সেজে বসে
থাকে
মায়াবী বিপন্নতা মেখে
সীতা পাতালপুরী হয়
এবং তারপর
দেহে খেলা করে বিকেলের ধূসরতা
আকাঙ্খারা মেশে সাঁঝালী ক্ষণে
দীর্ঘ জীবনে পাওয়া না পাওয়ার
ব্যর্থ অবকাশ
নির্জন মাঠে দিন গুনছে আকাঙ্খার বালিয়াড়ি
চোখের পাতায় ভিড় করে তামাটে শৈশব
প্রথম প্রেমের কাঁপাকাঁপা ঝিরঝির নারকেল পাতা -------
দরজার ওপারে বজ্রাহত জ্যোৎস্না
অবসন্নতায় ডানা মেলছে অবশিষ্ট আয়ু
প্রতি বাঁকে জেগে উঠছে ঢেউ
জলের মুখোশ পড়ে হামাগুড়ি টানছে
স্বপ্ন
ছিঁড়ে যায় কামুক দুপুরের সুতো
নিথর ছায়ার নীচে উঁকি মারে জীবনের
রোদ
সমুদ্রের ডানায় জড়ো হয় মেঘেদের
বংশধর
এখানে ছিন্ন ছিন্ন স্বপ্ন
ছিন্ন ছিন্ন আশা
ভিন্ন ভিন্ন অস্তিত্বের কুহকী
আবেদন
ঝাপসা চোখে দেখি পৃথিবীর আক্ষেপহীন
বন্ধ্যা বিশ্বাস
একলা হওয়ার গান
একটা ঔদাসীন্য ভাসে দিক চক্রবালে
ফেলে আসে বালিয়াড়ীর নগ্ন হাহাকার
আকুতি ভরা নষ্ঠ কাহিনী গতি পায়
পড়ে থাকে বিষাদ মাখা পরিত্যক্ত রেকর্ড
স্মৃতির আঙিনায় খেলা করে মৃতময়
উপলব্ধি
ঘুমহীন চোখে বুক চেরা দীর্ঘশ্বাস
চাঁদ হীন রাত
অচেনা নদীতেএকা দাঁড় বেয়ে চলা
অক্ষমতার অক্টোপাশে বন্দী
নিরুদ্দেশের উৎসব
নীল সংবেদন অস্থিরতায় ক্লীষ্ট
একা হয়ে যায় ঘুমন্ত অভিলাষ
পেখম মেলে জীবাণুর আহ্লাদ
পরাজয়ের পান্ডুলিপি হয় ধুলায় মলিন
একটি উদ্বাস্তু জীবনের প্রহসনলিপি
লেখা হয় ঘাস হীন প্রান্তরে