রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

রাবেয়া রাহীম



রাবেয়া রাহীম

১)

থামার জন্য কোন সতর্ক বানী ছিলনা
কোথায় থামতে হয় জানা ছিলনা
কতটা কাছে এলে একাকীত্বের শ্বাস গুনে
পাঁজরের টুকরোয় চিতা সাজাতে হয়
বলে দিয়ে গেলে না--
তাই চিতায় প্রলম্বিত সময় দীর্ঘ হয়ে
জীবনের সীমানা পেরিয়ে যায়-
সত্যিই তুমি আর ফিরবেনা !!






২)

উত্তরীয় মেঘের আনাগোনায় এখন আর মন খারাপ হয় না ।
বেশুমার আকাঙ্খায় পুরনো স্বপ্ন বোনা বিকেলে
 বুকের ভেতর কিছু ধুপশিখা জ্বলতে দেখি ।






৩) 

কিছু অদৃশ্য কাঁটাতার আটকে দিয়েছিলো অনুভুতিকে
তাই , সন্ন্যাস, সংসার কোনোটাই হলো না আমার,
হৃদয়ের রক্তক্ষরণ তাকিয়ে দেখি,
নবঅন্ধকার তাতে বাঁধা হয় না আর!
অপ্রাপ্তির তালিকায় সাজিয়েছি কাংখিত স্বপ্নগুলো
তবু কেন তোমাকে ছোবার অকারন বায়না ধরি-
হায়! এরই নাম যে জীবন !!







৪) 

হাহাকার দেখতে চাইনি--চাইনি শূন্য হতে
চেয়েছিলাম কিছু সরব কোলাহল,
কথা নিয়েছিলে শূন্যতারা ছুটি নেবে
অথচ কথা রাখেনি কেউ !!







৫) 

বসে ভাবি চুপচাপ প্রতিদিন
হয়তো কোথাও একইভাবে বয়ে যাচ্ছে মৃদুমন্দ বাতাস ,
ভেসে যাচ্ছে মেঘ তোমার শহরেও ;
কোন এক বারান্দার দড়িতে ক্লিপে আটকানো
তোমার গায়ের গন্ধ মাখানো হাফ হাতা সাদা টি শার্ট;
আর এখানে পুড়ে যাচ্ছি আমি
তোমার গোপন-গভীর প্রণয়ের তাপে ।।

বসে ভাবি চুপচাপ প্রতিক্ষণ
কি করে বেয়াড়া স্বপ্নগুলো বাড়ন্ত হয়ে উঠে
উঁচু দালানের কার্নিশ আর কনক্রিটের দেয়াল বেয়ে;
কিভাবে আবেগের জোয়ারে-পিছুটান যায় ভেসে;
কতবার তোমার চিবুক স্পর্শ করি কল্পনায়-হাত ধরি স্বপ্নে;
সবকিছু ছাপিয়ে তোমার মুখ--স্বস্তি আনে মনে ।।

হঠাত যেন নিশুতি রাতের শব্দহীনতায় সম্বিত ফিরে পাই
পাপপুণ্যের উষ্ণতায় হাতড়ে বেড়াই অবোধের মত
সব শেষ যা বুঝতে পারি বহুদূরের মানুষ তুমি- বহুদূরের আমি-
আর সেটা সহজে মেনে নিতে গিয়ে ভেঙে যাই,
নিজেকে জোড়া লাগাই, আবার ভেঙে ..!!