রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

সুধাংশুরঞ্জন সাহা


সুধাংশুরঞ্জন সাহা

জীবন  :  এক

রোজ রোজ মাটি খুঁড়ে
দুই হাত ভরে তুলে আনি জল ।
জল, জল আর জীবনের কলকল ।
জলের টানেই একদিন
মাটিতে মিশবে এ জীবন ।









জীবন  :  দুই

সরল অংকের মত নয়
জীবনের চলাচল ।
ওঠানামার কত যে রঙিন সিঁড়ি !
অনন্ত সেই সিঁড়ি থেকে
বারবার পিছলে পিছলে
দিব্য জীবন দর্শন ।








জীবন   :  তিন

যার মৃত্যুভয় নেই, সে-ই তো জীবন ।
আমি সেই জীবনের খোঁজে
পায়ে পায়ে পেরিয়ে যাই আষাঢ়,
আশ্বিন,মাঘের  আল বেয়ে
ফাল্গুনের অরণ্যে ।









জীবন   :  চার

শখের বন্দুক ফেলে
মানুষ কবে শুনবে পাখির গান !
হাতের কুঠার দূরে ফেলে
অরণ্যের কান্না শুনবে কবে !
কবে ছুটে আসবে
ক্রন্দনরত শিশুর কাছে
ভালোবাসার চোরাটানে !









জীবন   :  পাঁচ

একদিন মুখোমুখি হবে সব পথ ।
কেউ বলবে নদীর কথা ........
কেউ অরণ্যের .........
কেউ আবার মাটির .......
কিংবা কেউ বলবে মায়ের কথা......।
*
*
তারপর, সবাই হাত ধরে জোট বাঁধবে নির্ঘাৎ ।