রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

সামসুন্নাহার ফারুক


সামসুন্নাহার ফারুক

বসন্ত ছুঁয়ে ছুঁয়ে যায়

যৌবনের প্রথম প্রহরের প্রত্যয় ছিল
বসন্ত বার বার ছুঁয়ে ছুঁয়ে যাবে
আগুন রাঙানো প্রকৃতি ঘাসফুল কিশলয়
বাতাসের থির থির দোলা
কোকিলের কুহুধ্বনি স্বাগত: জানাবে
সদ্য ফোটা রক্ত গোলাপটি মাথা উঁচু করে বলবে
বসন্ত আবারো ছুঁয়েছে হৃদয়
এসেছে ফাল্গুন
প্রত্যয় রেখেছে সোনালি অক্ষরে লেখা
সেদিনের কথা
জনার ভাগ্যে জোটে এমন জীবন?
তুমি আছ বলেই জীবনটা আমার
শুধু মাত্র জ্বলজ্বলে কবিতাই নয়
মহাকাব্যের এক অফুরান সংকলন।








আবারো হবে দেখা

ভাবছ কেন?
আবার দেখা হবে
বৃত্তের সীমানা ভেঙ্গে সুগন্ধী স্বননে
আবারও দেখা হবে ইন্দ্রপুরে
কোটি কোটি আলোকবর্ষ দূরে
প্রভাতের ঊষসী আভায় বোহেমিয়ান রোদ্দুরে
সেই গানে সেই সুরে
শরীরী সৌরভে মদির পেয়ালায়
সুচারু বাসনার মধূরিমা কম্পণে
ভিজবো দুজন ভিজাবো দুজনে।
জোনাক জ্বলা সন্ধ্যায় সান্ধ্য আঁধারে
ব্যাকুল তিয়াসার আবেগী উপচারে
থোকা থোকা অনুরাগ হাতে
আবারও হবে দেখা
হেমন্তের জোছনা ভেজা রাতে
অথবা
অন্য কোনো ছায়া পথে।







আমি আর নেই সে আমি

প্রথম দৃষ্টিতেই আটকা পড়ে গেলাম
তুমি কিন্তু তাকিয়েও দেখলে না
যা ঘটার তা ঘটে গেলো
ঝড়ের বেগে মুহূর্তে সবকিছু
দুমড়ে মুচড়ে ঢুকে গেলো ভিতরে
ঠেলে বের করি কি করে?
মানুষের তো কত ধরনের পাগলামোই থাকে
তার সাথেই না হয় গাঁটছড়া বাঁধলাম
প্রেম যদি বলো প্রেম
ভালো লাগা যদি বলে
তবে তাই ...
নোঙর কি এখানেই হবে
বন্ধন মোহময়?
কি জানি কি হচ্ছে
এ চক্র থেকে বের হতে
পারছি না কিছুতেই
শুধু বুঝছি
আমি আর সেই আমিতে নেই।







ডোর বেল

মাদকতা ভরা আকাশনীল খাম
নজরে আসতেই দৃষ্টি দিশেহারা
আকপিল কর্ণিয়া নিস্তরঙ্গ বাক্হীন
বুকের ধুকপুকুনী লাগামছাড়া
ডোরবেল বাজতেই মনটা উতলা
এই বুঝি ডাকপিয়ন নিয়ে এলো
খামে ভরা রাশি রাশি মাতাল উল্লাস
সুখের দমকে পাজরের ভাঁজে ভাঁজে
অজান্তে ঢুকে গেল দমকা বাতাস
কপাটের ওপারে শুধুই কি বয়ে যাওয়া
উলোটপালট হাওয়া
নাকি ডালপালা ছড়ানো আমার
একান্ত উচ্ছাস
পরিপূর্ণ বিশ্বাসে মোহন আবেশে
নিভৃতে যার রাজকীয় বসবাস।







সব কথা কবিতা হয়ে যায়

কি আছে ওই চোখের তারায়
কি আছে সেখানে ?
তাকাতেই হাবুডুবু জল লঙ্কাকান্ড
চিত্তহারী সময়ের অগ্নিময় উত্থান
সব কিছু এলোমেলো লন্ডভন্ড
কৃষ্ণাগ্নি ভালোবাসার শৌভিক সম্ভারে
অনিয়ম বেড়াজালে নিয়ম চুরমার
পাজরের ভাঁজে ভাঁজে অনিন্দ্য শিহরণ
জোয়ারিত শরীরের বেসামাল শীৎকার
তৃপ্তিময় রোমাঞ্চনে লোলিত কাঞ্চনে
শিরায় শিরায় কবোষ্ণ আলাপন
কি আছে ওই চোখের তারায়
কি আছে সেখানে ?
তাকাতেই বুকের ভিতর ঝড়
তুমুল তোলপাড়
উলোট পালট ভাংচুর
অম্লমধুর আনন্দময়
প্লাবিত স্বপ্নঘোরে
সব ভুল ফুল হয়ে ফোটে
সব কথা কবিতা হয়ে যায়।