শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

হরিৎ বন্দ্যোপাধ্যায়





হরিৎ বন্দ্যোপাধ্যায়

বৃষ্টির পর

মুষলধারে বৃষ্টির পর
এখন আকাশের রঙ নীল
তুমি এর নাম দাও স্নেহ

কেঁদে কেঁদে চোখ এখন
আলোর মতো সোজা হয়ে দাঁড়িয়ে

বলো, এর কী নাম দেবে ?








নতুন গল্প

আসতেও পারো, না আসতেও পারো
তবে এলে নিজেকে রেখে এসো

তোমার জন্য নতুন গল্প অপেক্ষা করছে ।







আশ্রয়

গাছ হাসতে হাসতে
তার গায়ে ফুল ফোটালো

আমি গাছ আর বাড়ির মধ্যে
কোনো তফাৎ খুঁজে পেলাম না ।







কাছাকাছি

তিন আর তিনে পাঁচ

উত্তরের অনেক কাছাকাছি

এতটাই কাছে
যেখান থেকে পড়ে ফেলা যায়
মেঘে কতখানি আছে জল ।







জগৎ বুড়ি

জগৎ বুড়ির
পুঁটলির রঙ কালো হলে
চারপাশ থেকে শেষ আলোটাও
আস্তে আস্তে মুছে যেতে থাকে

সবাই পিঠ বাঁচাতে
যে যেদিকে পারে ছোটে

জগৎ বুড়ি
চৌমাথায় হাত পা ছড়িয়ে হাসে ।