সুবীর
সরকার
বরফ
কোথা থেকে বরফ নিয়ে এলে!
ভাষ্যপাঠের ভিতর সব
খুঁটিনাটি
অসামান্য তান্ত্রিক
চামর ও ছাইদান
চাঁদ
সর্পাঘাতের সম্ভাবনা
তবুও জড়তাহীন
কপালে চাঁদ
কাঁপছে ভরা হাটের
কুকুর
টুপি
ঢেকিও ঢেকুর তোলে
শিং-মাগুরের ঝাঁক
ঘোলাটে আলোয়
টুপি পাশে নিয়ে
ঘুমোই
শিকার
শিকার পালাচ্ছে!
ঝামেলা না বাড়িয়ে জল খেতে
যাওয়া
গাছের ওপর শীত
লুকোচুরি খেলা
এপিটাফ
তোমাকে প্রদক্ষিণ করি
আর তুমি প্রিয় হয়ে ওঠো
পিচরাস্তা ফুরোল
জঙ্গল শুরু
হাততালি ও পাখি উড়ে
যাওয়া
দূশ্যত মুখোমুখি
বাঁশি
ভেসে যাওয়া ইচ্ছেগুলি দিয়েই তো স্বপ্নপুরণ
গাছ ও গাছের পাতা। সমান্তরালে ছায়ার
মাদুর
হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হয়। প্রলোভনের
ফাঁদে আটকে পড়া বারবার। কাহিনি
পল্লবিত। সাঁতারের আগে জাপটে ধরা
বাঁশিটি