শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

জ্যোতির্ময় রায়



জ্যোতির্ময় রায়

ম্যাগনেটিক

সব হিসাব মিলিয়ে দেখেছি।শেষ থেকেও
আড়াই চালে তোমার চেক মেট,জেনেও ।।

আমার পৃথিবীর মানচিত্রে জোছনা ছড়ায় আধখানা চাঁদ ।
গ্যালাক্সি ঘুড়ে দেখো ,সত্যি মিথ্যে।চলতে চলতে ফিরে আসা হঠাৎ ।।

সবার উপর রাগ দেখানো যায় ? প্রিয় না হলে !
অভিমান? মন খারাপ গুলো অক্সিজেন পায়।একটু পথ হেঁটে দিলে ।।

অন্য পৃথিবী সাজে জানি তোমার গল্পে রোজ'এ।
আমি'ত ভিনদেশি কবেই।জবান বন্দি রাখা বইয়ের পাতায় প্রচ্ছেদে ।।







চল না

চল না সব সামাজিক রীতিনীতি ভেঙে
ফের আমরা সংসার গড়ি ।
যে কাঁটাতারে আমাদের দেশ হয়েছিল ভাগ
ইমিগ্রেশন খাতা পেরিয়েছিলাম আমি
প্রাচীর ছিল না'ত তখনও ,এখন নাহয় ফিরে
আসার ইচ্ছে গুলোকে অক্সিজেন দেই ঘরে ফেরার ।।


ভুল গুলোকে ফুল করে দেওয়া হোক
কিংবা ঘাস হয়ে যাওয়া মাঠে
নতুন করে বীজ বুনি ,সবুজে ভরে যেতে ।।

সেবার বলেছিলাম ফিরবো আর আমি ।
আমার শহরের ব্যস্ততম ট্রামের নিচে
পিষে গিয়েছিল মন নামক নিষ্ঠুর মানুষটাও ।।

আজ ফিরে যেতে ইচ্ছে করছে ফের
সেই জানালায় ধারে চুল শুকোতে দেওয়া
সকালের রোদে ,বিকেলের "একটু ঝাল বেশী ফুকায়"
ভুল করে শিয়ালদহ ছেড়ে বাগবাজার চলে যাওয়ায় ।।

রাতের তারা গুনতে গুনতে কাটবে প্রহর
তুই ঘুমোতে দিবি না বলে করবি বাহানা ।
ভিক্টরিয়া গিয়ে প্রেম করতে আসা কাপলদের করবি ডিস্টাব ।
কিংবা ছাতা উড়িয়ে দিয়ে ভিজবি ধর্মতলার বাসটার্মিনাসে ফের ।।

হয়তো কথা শেষ ,রাতের অন্ধকারে কথারা
মিশে গেছে ঘুমহীন দুচোখে তোর ।
ঘৃণায় ঘৃণায় জন্মে গেছে জঞ্জাল আমার নামের চরিত্রে ।
তবুও চল না ফিরে যাই ,নতুন করে  সংসার গড়ি ফের ।।







অন্য আমি

রাতের শরীরে এখন নীলচে স্বপ্নের দৌড় ,
সাজ বাতি নিভে গেছে কাল বৈশাখী মেঘে ,
ফুলের সুবাস ছিঁড়ে খায় মাছি নাকি মৌ ?
প্রেম প্রেম ফাঁদ।তবে সুপ্ত থাক ,চাঁদ দেখে ।।


ওরাও শুনাবে প্রতিশ্রুতির ফের গল্প
ছাপা নাকি ধাপ্পা ? ভাত নেই ত !
সবুজ ফেরাতে মরুও তখন মুখ ভারী
তখনও হারিয়ে  ফিরে আসার ইন্তেজারী ।।


লাশের মিছিলে আমিও ততদিনে হাঁটছি রাজপথ
মেঘের কোলে রোদ রেখেছি,বাঁধ ভাঙ্গে যদি স্রোত ?
তবে চতুর্থ বিশ্ব নাম দিও তার ,
ভেঙে ছুড়ে ফেলে প্রাচীর ,তবুও থাকবে কাঁটাতার ।।







তারপর ....আর কথা নেই

চাঁদ সরে গেছে আরো পশ্চিমে
দিগন্তে ,শুকতারাও ফিরে গেছে
কথারা মরে না ,হারিয়ে যেতে থাকে গৌধূলি ।।


আমরা যারা দেই পাহারা রাত-ভোর ।
পদ্মপাতায় জল রেখে হাঁটছি টলমল ,
ছদ্মবেশে স্বপ্ন সাজায় রং তুলি ।।

হারতে থাকা খেলার মাঠে
খেলছি তবুও হারাবো জেনে।
কাপড় বাঁচিয়ে হাঁটুর নিচে জল ।।

"মরতে রাজি সেই গুলিতে
সে যদি একবার তাকায়
তবুও কেন প্রেম পালিয়ে যায়" ,বল ।।







হয়নি খুন

শেষ কবে কথা হয়েছিল?"অভিমানী"
দৌড়ঝাঁপময় সময় ,শেষ ট্রেন থামে নি ।
 দিগন্ত রাঙা হয়েছে বিষ কালো মেঘে ।।

"নদী" তুমি'ই বুকে বয়ে যেও
পাথরে শ্যাওলা জমে গেছে এরপর।
ভয় পাইনি ,হারতে "দেখে "।।

নীল রং আজও বড্ড প্রিয় তোমার ।
সোনালী বিকেলে চুমুর বদলে চুরমুর ।
 সেদিনও শিশির পড়ছে ,ফাল্গুন । ।

সস্তায় বিক্রি গেছে খাঁজনা ।
ডাহুকের ডাকেও জল ভেঁজা গন্ধ ।
আসলে কেউ মরে নি ,হয়েছে খুন ।।