আবদুস
সালাম
কবিতা উত্সব
উত্সবের
দিনগুলো ঘনিয়ে এলে
মদের দোকান
খোলা থাকে সারারাত
কাক শকুনি
পাহারা দেয় তীর্থভূমি
দেবতারা খুলে
বসে সঙ্গমের দরজা ;
রতিমতী
উর্বশীরা মেলে ধরে সর্বনাশ
ধর্মপুরুষ
ভেসে যায় অধর্মের সাগরে
মলম
প্রতিদিন
ভালবাসার মলম লাগায়
উদ্বেগের
ক্ষণগুলো ঢাকা থাকে চাদরে
ধূসর
প্রেম বাজায় সনাতন বাঁশি
স্বপ্নেরা গর্ভবতী হয়
জীবন জুড়ে
পৃথিবীতে ছায়া নামে আকাশের
খসে পড়ে
অন্ধকারের ধারাপাত
অমসৃণ
বর্ণমালায় লেখা হয় ভালবাসার গান
রক্তাক্ত
সভ্যতা শুনতে পায় বিষাদের দীর্ঘশ্বাস
প্রতিদিন
ভালবাসার মলম লাগায়
সংখ্যালঘুর
সিলেবাসে লেখা রদবদলের প্রণয় বিখ্যান
অনুর্বর
ভালবাসা সংসার সাজায়
ইতিহাসের
রসদ শুধু যুদ্ধগান
আত্মবিশ্বাস
মেলে ধরি কৃপণ রোদে
চৈতন্য ফিরে
পাবো বলে প্রতিদিন ভালোবাসার মলম লাগায়
শকুন
বিষন্ন
আত্মারা মিছিল করে
ওদের পায়ের
নীচে নীল সভ্যতার উর্বর মাটি
বীজ বুনে
গ্যাছে রক্তাক্ত সভ্যতার
শকুনেরা
পেয়েছে আমন্ত্রণ
ঝাঁক ঝাঁক
শকুনেরা নেমে পড়েছে মহল্লায়
মানবভাষার
মুখে পড়ছে কুলুপ
ভেসে আসছে
আকার প্রকারহীন উষ্ণশ্বাস
নিশ্বাসে
লাগে কাঁপন
বিশ্বাসের
দরজায় পাহারা দিচ্ছে অদৃশ্য ঘাতক
সন্মুখে খাঁ
খাঁ বিষন্ন প্রান্তর
বিশ্বাসের ন
ড়বড়ে সেতু দিয়ে পার হয় সভ্যতা
ঝাঁকে ঝাঁকে
নেমে পড়ছে শকুন
মাটি আর আকাশ
জন্ম
-মৃত্যুর ঘেরাটোপে বন্দী পৃথিবীর কৃত্ কৌশল
অদ্যাবধি
পৃথিবীর একই রূপ
মাটি আর আকাশ
ধ্বংসের
প্রহর গোনে আত্মার গন্ধগান
যন্ত্রণারা
দল বেঁধে গান শোনায়
থাকা না
থাকার যন্ত্রণারা সরব হয়
দুই
যন্ত্রণার মিলনের উপহার
মাটি আর আকাশ
সময়ের
বারান্দায় লেপ্টে আছে অক্টোপাশ
জন্মমৃত্যর
সরল সমীকরণ শ্মশান কিংবা কবর
সবেতেই খুঁজে
পায় মাটি আর আকাশ -@@-@--
প্লাস্টিক
---আবদুস সালাম
ভাবনারা মুখ থুবড়ে পড়ছে অর্বাচিন প্রান্তরে
দেবতারা ও
অনুশীলন করছে প্লাস্টিক সঙ্গম
তাই ----
প্লাস্টিক
দেবতার পূজা হয় প্লাস্টিক ফুলে
পাড়ায় পাড়ায়
ডানা মেলছে সর্বনাশ
প্লাস্টিক
সভ্যতার যুগ এখন
দুর্বিষহ দিন
তুলেছে পাল
কপনি খুলেছে
শিব
দুরাশয় হাতে
নিয়েছে ত্রিশূল
গাজনের
মেলায় দুরাশা বসিয়েছে আসর
দুর্দম্য
দুর্মতি খুলে ধরেছে দুরাচারের দরজা