শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

মন্দিরা ঘোষ



মন্দিরা ঘোষ

এমন ভাবেই

এমন ভাবেই হোক সবকিছু
এমন ভাবে চাঁদ উঠুক
গড়িয়ে পড়ুক হাসির ঢেউ
এমন করেই চৈত্র আসুক
সমস্ত দহন নিয়ে
এমন করেই বাতাসে
তোমার আসার সংকেত
ভাসুক
ঝরাপাতার বিষণ্ণতা 
জড়িয়ে রাখি আঙ্গুলে
ঝড়ের পূর্বাভাস ছাড়াই
এমন ভাবেই ভেসে যাক
সবকিছু







যার কোন মানে নেই

একটি অলস অসুস্থতায়
শুধু ব্যবহৃত হতে হতে
থেকে যাওয়া মধ্যস্থতা
অবাক আর আশ্চর্যকথার
ভিড় ;
বুঝি নি
এর কোন মানে নেই;
এতদিন এর কোন
মানেই ছিল না








পুড়ে যাচ্ছে মানবতার দলিল

টান গুলোই তো হাঁটে
ভোরের রাস্তায়
শোনে পাখির ডাক
কোন কুঠীবাড়ির গান
ইশারার ঘুঙুরবিলাস
চেয়েছ বলেই না এত সহজে
খুলে ফেলেছ সব রাখঢাক
আরো স্বাধীন বিপথগামীতা
জঙ্ঘার নীচের অন্ধকার সরিয়ে
ক্ষিদের আবদারগুলি নেমে যায়
নিষিদ্ধ আগুনের আঁচে
পুড়ছে মানবতার দলিল
বিছানো অসহায়তার চাদরে
চাবুকের দাগগুলি জ্বলজ্বলে








স্বপ্নউড়ানে গন্ধরাজ ফুল

তোমাকে ভুলে থাকার চেষ্টায়
বন্ধ বুকের বোতাম আলগা করি
নির্ঘুম চোখের পাতায়
কুয়াশা বাঁধি
ইচ্ছা করি খরবাতাস সরিয়ে
তোমার গন্ধ কুড়োই
তোমার ইচ্ছেছোঁয়াটুকু
জড়িয়ে রাখি আপাদমস্তক
শব্দের রেখাগুলি জুড়ে জুড়ে
চলাচলের পথঘাট আমার
স্বপ্নউড়ানে গন্ধরাজ ফুল গুলি
আর তোমার বিস্ময়  আদরে
জুড়িয়ে থাকি সারাদিন








ঈশ্বরের জন্মদিন

উদভ্রান্ত সন্ধ্যাসাজ
চারিদিকে ঘোর অন্ধকার
বাতাসগুলি হেরাডের রাজপ্রাসাদে
বন্দী
স্তব্ধ রাজপথ বয়ে নিয়ে যাচ্ছে
রক্তাক্ত সময়
অথচ মহাতীর্থ জেরুজালেমে
স্বইচ্ছায় হেঁটে এসেছিলেন
মহামানব 
ঈশ্বরের পুনর্জন্মদিনটির সূচনায়
সেই বহমান রক্তাক্ত সময়ে
আজও  ডুবে আছে মানবজমিন