শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

তৈমুর খান



তৈমুর খান

নৌকা
_________
এই নৌকায় প্রতিদিন দাঁড় টেনে যাই
যতই হাওয়া দিক
অনুকূল আসে না আমার

জলের সঙ্গেই কথা
কষ্টের সঙ্গেই সংসার
দার্শনিক দু একটা বক দূরের চড়ায় চুপচাপ
ঢেউ ভাঙে
কিনারায় গড়ে যায় ধ্বস

সব ঐশ্বর্য আলোকিত হয়ে জ্বলে
ধ্যান ভঙ্গ হয়ে যায় আর্যৠষির
কুরুক্ষেত্র মাঠে জমে ওঠে প্রণয়শিবির

নৌকা তবু দুলতে দুলতে চলে
আমাদের শীতমাস নষ্ট কৌতূহলে






আমরা যা চেয়েছি
_______________
আমরা বিকেল চাই
চায়ের দোকান চাই
এক খণ্ড ছায়া চাই
আর খুব গল্প চাই
উড়ে যাওয়া স্মৃতির মেঘের গল্প

গোধূলির রঙিন নখে
রমণীরমণ শোভা জলে নেমে এলে
আমরা স্মৃতিরঞ্জিনী নূপুরের বাজনা চাই
আর প্রত্যেকের বুকে বুকে ঢেউ

আমরা পাখির যৌবন চাই
বনপথে মর্মর আবেগ চাই
আমরা হৃদয় চাই
হৃদয়ের জাগরণ চাই

একটি হ্রদের পাশে
আমাদের রাধা হওয়া মন
পৃথিবীতে খুঁজে পেতে চায় বৃন্দাবন






সব পথ রাস্তা হয়ে গেছে
 _______________________
সব পথ রাস্তা হয়ে গেছে
আমাদের ছোট ছোট রাস্তায়
অন্ধকার চলাফেরা করে
হাত ধরাধরি মেঘ নামে
ফিসফাস কথাদের বেশ আনাগোনা
তর্জন গর্জন দেখে আমরা ঘরে ফিরি
পতাকা ওড়ে দেখি সব মোড়ে মোড়ে

কাদের পতাকা এত?
সব পথ রাস্তা হয়ে গেলে
এরকম পতাকা ওড়ে?
মহল্লা মহল্লা জুড়ে এরকম গলি হয়?
মানুষেরাও পাল্টে যায় অচেনা মানুষে?

ঘরে ফিরে আসি
সারারাত চাঁদ নয়,  মৃত মায়ের মুখ মনে পড়ে!






যদি ছুঁতে পারো
_______________
আমি দৈর্ঘ্যে নেই , প্রস্থে নেই
শূন্য অবতলে কোথাও নেই
অথচ আমার ভাষা ব্যাপ্ত চরাচরে
      শব্দ ও স্বপ্নের তালিকায়
     বাঁচা ও মরার নির্বাহী ক্রিয়ায়
    ছলকে ওঠে গন্ধে ধূপে
  
   তুমি এসে ছুঁয়ে দাও
  যদি ছুঁতে পারো
   যদি এ নিঃসঙ্গতার বেড়া থেকে
   আমাকে বের করে দাও....

     ইহজাগতিক পথে
   জয় ঘোষণার কাছে
  কারা কারা গেল  ?
  আমি শ্রীরামকৃষ্ণের কাছে যাব
  ওই তো জবাগাছ !
   কত জবাফুল ফুটে আছে
  সবাই ডাকছে আমাকে ...

  তুমি ছোঁও
  একটিবার অন্তত ছুঁয়ে দাও!






আমরা হেমন্তের দিকে যাব
______________________
ব্যস্ততায় দুলছে পটভূমি
কোথাও সুচারু সদ্গতি
দেখিনি আজও
         নরম স্নেহের পলি রেখে
         কবে ঢেউ চলে গেছে
          চিৎ হয়ে শুয়ে আছে নদী
            আমরা শুধু মাছেদের ভ্রমে
             কল্পনার জাল বুনে গেছি

অনুভূতি, নৌকা আনো
যতই রোদের বিলাসী দিন
জ্বালাক আগুন
আমরা হেমন্তের দিকে যাব
হয়তো ফিরবে আবার
করুণার শিশিরে ঝিকিমিকি!


তৈমুর খান: জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, শিক্ষা বাংলা ভাষা সাহিত্য নিয়ে পি-এইচ-ডি, পেশা শিক্ষকতা, নব্বই দশকের কবি, প্রকাশিত গ্রন্থ আটটি, পুরস্কার দৌড় সাহিত্য সম্মান এবং কবিরুল ইসলাম পুরস্কার লাভ, বসবাস - রামরামপুর, শান্তি পাড়া, রামপুরহাট, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ, ভারত