শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

রাহুল গাঙ্গুলি



রাহুল গাঙ্গুলি

অঙ্গুরীমাল করোটী ~ ঘুমন্ত বিষয়ক


মৃত আঙুল।ভুলভুলাইয়ার তদন্ত_____
অতএব '' গতি ~ মহাফেজখানা-র দলিল
||আপেলমালা|| (a+b)^2 : সেতু

a = জ্যামিতি
b = চাঁদ যখোন অস্থায়ী চুম্বক







হয়তো চাঁদ-ও কোনোদিন গর্ভবতী হবে
গর্ভজাত চাঁদ ~ গেরিলা ককটেল্
গোটা দারুমাদার : খোঁড়া []র ভগ্নাবশেষ
সমীকরণ পাল্টাচ্ছে।স্মৃতি / মোম / সেতু
(a-b)^2 = আজ ২৮/০৩/১৮।বুধবার।সকাল ৯-১৭







ওপর থেকে ~ প্রজাপতি ||হেলিকপ্টার||
প্রপেলার মাথা থেকে ~ গড়ানো চাঁদ []
সেতু ||আসে।যায়।হাসে|| কথা।অকথা।লিপি
অলিখিত প্যারাম্বুলেটর্ ~ ঘনো কেন্দ্রে সমকোণ

এখানেই প্রকৃত অবস্থান (a b)
ঘাত মোছা আঘাত ~ চূড়ান্ত বিশ্লেষণের বর্ণালী

{(a)^2 + (b)^2} কিছু আকার বাড়ানো ০-স্থান







উল্টো স্রোত ~ ঘাস।ঘাসফুল।ফুলছায়া

যতোটুকু বিপরীত : বিন্দুগামী সংকেত
ছায়াফুল।ফুলঘাস।ঘাস ~ স্রোত উল্টো

চুম্বক দশায় ভগ্নাংশ বরফ।যতোক্ষন পৃথিবীর প্রান্ত ~
চাঁদের তাপমাত্রা ||ঋণাত্মক।আরো ঋণাত্মক||

সমীকরণ নির্দিষ্ট-অক্ষ : {(a)^2 - (b)^2} হঠাৎই







তীব্র তড়িৎহীনতা ~ সূচক বেয়ে ঢলে পড়ছে ঠোঁট
গলনশীলতায় : বৈশাখী আবেশ ¢ শ্রেষ্ঠ তর্জনী
চাঁদ এখানে ~ ধ্রুবক মাখানো পারদ-পিন্ড বিশেষ
যার উভয় মেরুতে : চুম্বক-ভার ~ নীল উভচরী

আয়নার অতিসরন কয়েক নটিক্যাল ~ a >< b
অথবা : (a+b)^3 ||হয়তো উড়ানের পর||







হার্পুণে জমানো হচ্ছে ~ কয়লার ঘাম
বিষয় ছাড়া সিলেবাস : ৩য় মেশিনের লকআউট
লোডেড্ ইশারায় টইটম্বুর ~ কাচের ফরাশে উল্লাস
চাঁদ খুন করে।পরের প্রজন্মে খুন হওয়া বুড়োচাঁদ
আঙুলে গচ্ছিত শুকনো রক্তের কোষ।খসখসে নখ্

এসো চুম্বক ছুঁড়ি ~ প্যালিওলিথিক।নিওলিথিক

শেকড় সন্দেহ।পুড়ছে ১নং নাটবোল্ট : (a-b)^3

চ্যাটচ্যাটে মৈথুন আবেশ।উল্টো ঘুরছে নাগরদোলা