হরেকৃষ্ণ দে
কপাল
এভাবে আর দোষ নিও
না--
'এ আমার কপালের দোষ'!
আনন্দ বাজারের
রাশিফলের পাতা উল্টিও না
শুধু কপাল থেকে ঝরুক
ঘাম
বিন্দু বিন্দু ঘামের
কায়িক জলছবিতে
দ্যাখো সুখের
অক্সিজেন কেমন
তরল হয়ে আছে আমাদের
নিখাদ গতরের শ্রমের মর্য্যাদায়...
ভয়
দুপুরের থালায় কেটে
রাখা খিদে
মোরাম রাস্তা বানিয়ে
রাত্রির পথ হাঁটায়
টুকরো মার্কিনে
বাঁধা মাছের টক ঝোল
যেন পুকুরের তেতে
ওঠা জল
কিছুতেই ডুবতে পারি
না
তবু বিশ্বাস ভাসে
অপরাহ্ণের উনুন শালায়
সত্যি টিকটিকি টা
ডাকবে কি না জানি না
মৃত্যুর কাছে বুক
পেতে
দিব্যি চাটাই বুনে
যায়
বেলমালার মত গলায়
ঝুলে...
অভিশাপ
হৃদয়ের ভেতর একটা
রাবার ডিউস বল
বাউন্স খেতে থাকে
অনর্গল
বেগুন বাড়ির মরা
গাছের মত শীর্ণ
হাসি
বিছুটি পাতায় সুখরোমের আঁচড়
হ্যারিকেন মোছা ন্যাকড়ার মত ঘুমিয়ে থাকে
কারণ ভিখারির সংসারে
অভিশাপ আহ্লাদে বেঁচে থাকে৷