বুধবার, ২১ অক্টোবর, ২০২০

পার্থ সারথি চক্রবর্তী


পার্থ সারথি চক্রবর্তী

সমর্পণ

নদীর গান শোনার কাতর ইচ্ছে নিয়ে
       সকাল থেকে বসেছিলাম নদীর পাড়ে
সারাদিন কারো সাথে একটা কথাও বলিনি
      মনকে সমর্পণ করেছি শুধু নদীর কাছে
দু'জনের মনের কথা আলোচনা করব ব'লে
     পুরনো সব স্মৃতি সযত্নে মুছে দিয়েছি

কৃত্রিম আলো চিরতরে ভুলে গিয়ে
নিজেকে উদ্ভাসিত করেছি অন্তরের আলোয়

আমার হাজার কষ্টের মধ্যেও
      মন খারাপের আস্তরণ সরিয়ে নদী
আমার মনে থৈ থৈ করে নাচতে থাকে
      পানসির আনাগোনা, ভাসিয়ে দেয় কচুরিপানা।







একাকীত্ব
      
পাহাড় থেকে নামতে গিয়ে দেখি কেউ নেই-
কিন্তু তার পায়ের শব্দ এখনো আছে
তার নিঃশ্বাসের তরঙ্গ এখনো
মিলিয়ে যায়নি ভারী বাতাসে

এমন এক অচেনা শূন্যতা গ্রাস করে নেয়-
নেমে আসার পুরো যাত্রাপথকে ,
হালকা কুয়াশায় ঢাকা নিসর্গ
মুহূর্তে কালো মেঘে ছেয়ে যায়

এমন করে আচমকা চলে যেতে হয়?
কোন মানে হয় ! কথা ছিল একসাথে চলার







তরঙ্গ
      
ঢেউয়ের মাথায় দুলতে থাকা বিন্দুর মতো-
কয়েক লহমার জন্য কাছে আসছে
আবার ফিরে যাচ্ছে জলের গভীরে

আমার স্মৃতির মতো,  সব হারানোর দুঃস্বপ্ন
মাঝে মাঝে ভেসে আসে চোখের সামনে
আবার মিলিয়ে যাচ্ছে কারো ইশারায়

সমুদ্রের গর্ভ থেকে লাফিয়ে আসা বিদ্যুৎ
সহসা ঝলকানিতে ধাঁধিয়ে দিচ্ছে চারদিক
আবার শান্ত হচ্ছে কারো পেলবতায়

আমি আজন্ম খুঁজে বেড়াই সেই ইশারা, সেই ছোঁওয়া