বিদ্যুৎলেখা ঘোষ
প্রকল্প
যখন পোড়া রান্নার
গন্ধ
আবার নাক ছোঁবে
গন্ধরাজ বুনে দেবো
পূর্ব কোনে
ঢেকে যাবে লজ্জাবাস
পায়ের শব্দ শুনবো
বলে
দক্ষিণে বুনবো
শাল্মলী
বহু দূর ঝরে পড়া
পাতায়
লুকনো আগুনে ধুয়ে
নেবো শরীর
যখন সাজোসাজো রব
সমস্ত ফাল্গুন
বুনে দেবো পশ্চিমা
পলাশ শিমুল রঙ্গন
যখন তুমি চাইবে মন
বুনে দেবো শ্যামচূড়া
।।
জরিনামা
কারো নুপুর বেজে
উঠলে
আমার নুপুর খুলে
রাখা মনে পড়তো
অশ্বত্থ পাকুড় বটের
ভাস্কর্যে
আমাদের জরিমানা
আদায় দিনগুলো
নতুন করে হিসেবের
খাতাটা
হাট করে মেলে ধরেছে
শুনছো ?
এত ঋণখেলাপি তোমার
মহাজনের হাত থেকে
মুক্তির আশা ছাড়ো ।।
আছো কেউ
একজন এসো
যোগ্যতম একজন
মহান কারিগর সাথে
নিয়ে
একে একে এসো
প্রবল তুফানে ভাঙচুর
অন্ত্রজ্বলা খিদে
মহামারী
বিষে ভরা আগস্টে
বলছি
বছরটা শেষ করে দাও
দ্রুত এবং চরম
দ্রুততার সঙ্গে
যদি আরও কিছুদিন
বাঁচে মানুষ
শ্যামনীলে মেঘালো
পৃথিবী
বেঁচে যাক যে কোনো
উপায়ে ।।