বুধবার, ২১ অক্টোবর, ২০২০

বিশ্ব বন্দ্যোপাধ্যায়


বিশ্ব বন্দ্যোপাধ্যায়

ম্যাজিক রাত

ঠোঁটের মুগ্ধতা রাত্রি স্তনে রেখে  
সীমাহীন খুলে যেতে যেতে রাঙিয়েছি...
মায়াময় অনন্ত প্রপাত

আজ একবার বলো...
আমাকে নিয়ে যাবে আরো কতোদূর
আরো কতো রাত
অপার্থিব সঙ্গমে বুঁদ হয়ে থাকবে
এই বিশ্বায়ন আর...
বেশ্যায়নের ম্যাজিকে!
      






জীবন

আকাশ সেজেছে আলোর মৃত্যুদিনে...
ঠান্ডা স্তনে গা জোয়ারি সুখ
ঘুম উড়ে যায় পৃথিবীর মধ্যরাতে--  
জল ঠোঁটে ভাসে  
ঠিকনা বিহীন চিঠি  
চাঁদ সরে গেলে বড়ই অন্ধোকার...  
জীবন ছাড়া কি -
জীবনের কিছু বাঁচে...
       






শরীর সঙ্কীর্তন

তারপর...পাতায় জল বাঁধি  
জানালা খুলে চাঁদ কে শোয়াই কোলে...  
রাতের আঙুলে জাগে -  
শিরশির পাহাড়তলী প্রেম  

এখন কেবল গোপন কথামেঘ...  
প্রহর জুড়ে শরীর সঙ্কীর্তন...