বুধবার, ২১ অক্টোবর, ২০২০

মৌসুমী বন্দ্যোপাধ্যায়


মৌসুমী বন্দ্যোপাধ্যায়

শুদ্ধ

যতই পাঁক ঘাঁটো না কেন তুমি
শুদ্ধ করার ক্ষমতা রাখি আমি ।
বন্ধন নয়, মুক্তিতে বিশ্বাসী মন ।
কষ্ট দিতে গিয়ে নিজে কষ্ট পাচ্ছ
প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছ ।
তাকিয়ে দেখা ছাড়া আমি নিরুপায় ।
আকন্ঠ পাঁকে ডুব দিয়ে তুমি খুশিয়াল
রপ্ত করে নিয়েছ ভাসা-ডোবার খেলা ।
আমার দমবন্ধ হয়েছে
শ্বাস নিতে গিয়ে অন্ধকারে হোঁচট,
জানি একদিন আসবে
হাত বাড়িয়ে বলবে, গ্রহণ করবে আমায় শুদ্ধ করে ?






অমোঘবন্ধন

এক যুগ পেরিয়ে দেখা হলো
স্মৃতিমেদুর প্রান্তরে,
ঘোরলাগা দুজোড়া চোখ কথা খুঁজছে
সেই যাপনদিনে ফিরতে চাইছে।
কিছু হারিয়ে যায়নি তো ?
কথা শুরু হতেই নির্বাক আমি
যা বলতে চাই, যা বলব বলে ভেবে রেখেছি এতকাল
হুবহু বলে যাচ্ছ তুমি !
কে বলে দূরত্ব সবকিছু ভুলিয়ে দেয় ?
অমোঘ শব্দের অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ আমরা






মুখোমুখি

হৃদপিন্ড নয় হৃদয় চেয়েছিলাম
কঠোরতা নয় পেলবতা চেয়েছিলাম
ঔদ্ধত্য নয় স্বপ্নিল দৃষ্টি চেয়েছিলাম
আহ্লাদ নয় আদর চেয়েছিলাম
কথার-কথা নয় কথা রাখা চেয়েছিলাম
                  


চাওয়ার পাহাড়ে পৌঁছে পাওয়ার ঝুলি খুললাম,
দেখি সেখানে হৃদপিন্ড ঔদ্ধত্য আহ্লাদ আর কথার-কথা ঠাসাঠাসি



মিথ্যের মুখোশ ছিঁড়ে দিয়ে আজ
সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে আমায় ।