গৌতম হাজরা
একদিন
বাইরে দাঁড়াতেই ধেয়ে
এলো জল
দেখলাম তুমি সেই জল
টপকে টপকে এগিয়ে যাচ্ছো
এক শীতল শূণ্যের
দিকে
যেখান থেকে তুমি
ফিরিয়ে আনবে ঠিক একদিন
মেঘ বৃষ্টি বাতাস আর
রোদ্দুরের গান !
নিজেকে
নিজেকে বদলাতে
বদলাতে ক্রমে
নিজেই একদিন হয়ে
উঠলাম আশ্চর্য থ্রিলার
বুঝলাম, আমার সমস্ত শরীর
জুড়ে এখন
তাক্ করে আছে আর এক
দূরবীন চোখ
পেঁয়াজের শল্কপত্রের
মতো!
অপেক্ষা
অপেক্ষার পাশে
দাঁড়িয়ে আছে
তীব্র ঝাউবন
শনশন বাতাসে দেখি
হেলছে দুলছে
পাশে নোঙর বাঁধা
নৌকো একা
বসে আছে কাঁপা কাঁপা
জলে
নিজস্ব শরীর ডুবিয়ে
নিভে আসা বাতিঘরের
নীচে !