সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

শাহানারা ঝরনা


শাহানারা ঝরনা

গুচ্ছগাথা 

নূপুর নূপুর মিষ্টিধ্বনি বাজে অনর্গল
সকাল দুপুর রোদ আরতি দৃষ্টিজুড়ে জল
কোথায় যাবো! কেউ কি জানিস, সঙ্গে যাবি?  চল,,!!   
পথের মাঝে দেরি হলে করবি না তো ছল ?

বৃন্দাবনে কে ডাকে ঐ --রাধা রাধা নাম,,
পুড়ে পুড়ে বিধুর সানাই শোনে ঘনশ্যাম
বিকেলজুড়ে মধ্যাহ্নিকের ঘন্টা বাজে ওই
ক্লান্ত পথিক একলা কাঁদে মনের মানুষ কই?

আগুন আগুন খেলায় মাতে গৃহকাতর  মন
সুযোগ পেলেই দিস কেন রে নিঠুর কন্ডিশন  
আমি তো নই খেলার পুতুল মৃত দাবানল
শোক বিষাদে ঝরাস কেন অশ্রু অবিরল ?

উদাস উদাস পালকি-ঝুলন ছন্নছাড়া দোল
আতুর জীবন যায় পরবাস হয়ে উতরোল
শব্দ ভাষায় মন গাঁথুনি একেশ্বরের  ধ্যান
ফেলে কেন রপ্ত করিস  ডিজিটালিক জ্ঞান ,,!!

শুচি সময় হয় যদি খুব বৈরী, প্রতিকূল 
ঋতুর আঁচল দিয়ে ঢাকিস সোহাগী নাকফুল
পুতুল পুতুল হলদে দুপুর সবুজপাতায়  ঘুণ
বনবিলাসি পাখিরা যায় করতে  হানিমুন ।

আদর আদর কান্না ভরা মন-পাড়ানির ঘাট
সই গো তোদের মননে কি হয় বোধনের পাঠ?
কিচিরমিচির পাঠশালা পাঠ পাতে দুখের ফাঁদ
দিব্যি তবু আলো ছড়ায় দূর আকাশের চাঁদ ,,!!   
  




নকশা জীবন

নকশা জীবন বুনতে গিয়ে থমকে দাঁড়াই অকস্মাৎ
আঁধার আলোর খুনসুটিতে গল্প করে মিহিনরাত
রাত কি জানে মনের খবর? মনের ঘরে  প্রলয়ঝড় !  
ফুলবাতাসে হৃদয় ওড়ে ইচ্ছেরা যায় দেশান্তর। 

দুঃখ সুখের নিপুণ খেলায় বিস্ময়েতে চোখ জুড়ায়
কর্মযোগী সময় নিথর দ্বন্দ্বদ্বিধায় দিন ফুরায়  
অভিমানের খসড়াখাতায় হয় না লেখা সুখের গান
ছন্দগাথা নিয়েই করি বাস্তবতায় আত্মদান।

জড়িবুটি আস্থা আশা নিত্য করে নতুন সাজ
ঘোরের মাঝেও সুখগীতি গায় মনমহলের স্বপ্নরাজ ।      
ভাস্বরিত দেহের ভেতর স্বর্গদ্যুতি নেই যে আর
খোঁজ মেলে না পরাণপাখির বুকে জাগে বিষাদ ভার ।     






আমার আমি

পরাবাস্তব ইচ্ছেগুলো হঠাৎ দিলে উড়াল
জলটলোমল ভাবের নদী বহে সমান্তরাল
ডাক দিয়ে যায় কুটুমপাখি ভয়হারা দিন কাটে
গুচ্ছকথার বীজ বুনে দিই মনের সবুজ মাঠে।

মনবাড়িটা উদাস হলেই স্বপ্ন আঁকি ফ্রেমে
ভাবনারা সব সেতার বাজায় একটু থেমে থেমে
একটা সময় দৃষ্টিজুড়ে  সবই লাগে ফাঁকা   
মানসচারীর আবেগগাথা যায় না ঢেকে রাখা।

স্বপ্নলোকের মনকথারা নেয় অকস্মাৎ আড়ি
ইচ্ছেরা যায় দূর অজানায় মন কুটুমের বাড়ি
 আগুন বলয় ভেঙে দেখি বুকে বিশাল ক্ষত
চাওয়া পাওয়ার অনেক কিছুই হয় না মনের মত।

এ-ই যে আমার আমি ----
মনের ভেতর ইচ্ছে পুষি ভীষণ রকম দামী
হাত বাড়ালেই খুব সহজে যায় না ছোঁয়া তাকে
স্বজন সুজন এসবকিছুর খবর কী আর রাখে!

 বায়না দেয়া নকল মোহর যায় হারিয়ে জলে
মিথ্যে মোহে বেদী সাজায় হৃদয় আসনতলে 
কেউ দুখে দেয় জলাঞ্জলী পুরাকীর্তির নথি
কারও জীবন জুড়েই চলে বৈরী অসংগতি।