সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

জয়া ঘটক


জয়া ঘটক

লকডাউন

সমস্ত অপেক্ষা ব্যর্থ করে খোয়ারে
আটকে রাখার ষড়যন্ত্রই তবে সফল
হচ্ছে!অস্পষ্ট হয়ে যাচ্ছে মুক্তির স্মৃতি।

 ধীরে ধীরে নিজেও অস্পষ্ট হয়ে যাবো
নিজের কাছে। বিষাদ ,পাখা ঝাপটে যাচ্ছে
অনবরত কানের কাছে।ক্ষতিগুলো লাইন
দিয়ে অপেক্ষা করছে। যাবে কোনদিকে?

আরো কিছুদিন ,
আরো কিছুদিন ...
আর কতদিন?

এবার নিজেদেরই  রাস্তা খুঁজতে হবে ...







হত্যা

ছেড়া এক পাটি চটি।মনে হয় কেউ যেন আঙ্গুলসহ উপড়ে   নিয়েছে ওটাকে।দূরে দেখা যাচ্ছে
একটা ছেড়া ব্লাউজ আর ব্রা  একজন আরেকজনের আঙ্গুল ছুঁয়ে পড়ে আছে।রক্তাক্ত শাড়ি গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে।শুধু মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।এবার কালো কাপড়ে ঢেকে যাবে
আইন। প্রশ্ন উঠবে হত্যা না আত্মহত্যা? তারপর সব নিঃশব্দ।







ব্যয় 

আমি পুড়ছি প্রতিদিন অবহেলা রূপ আগুনে।

প্রেমও পুড়ে খাক হয়ে যায় একরাত একদিন
সাঙ্গ হলে। পোড়া স্মৃতি অথবা সঞ্চিত বিষাদের মতো ক্ষত থেকে যাচ্ছে জীবনে।

সব অকেজো জিনিসপত্রের পেছনে যে প্রদীপটি
মুখ লুকিয়ে বসে আছে, তাতে ঘি ঢালছে কেউ
অনবরত। জ্বলছি, পুড়ছি আর অপেক্ষা খরচ
করে যাচ্ছি....