সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

মোহাম্মদ আনওয়ারুল কবীর


মোহাম্মদ আনওয়ারুল কবীর

অপেক্ষাপ্রহর

লতাতে লতাতে অপেক্ষাপ্রহর ছুঁয়েছে আকাশ
গাছপাথর হয়ে আছি বসে -

ডাকবাক্সে ভুল করেও ফেলে না কেউ চিঠি
বুকের বোতাম খুলে কী যে নিয়ে গেলে তুমি
সেই থেকে অপেক্ষা আমার।






নার্সিসিজম

স্বমেহনে কোন কোন বসন্তবেলা কাটিয়ে দেওয়া মন্দ নয়
নিজের ঘ্রাণে নিজে মাতাল হয়ে হারিয়ে যাওয়া ...
সবাই পারে না -

আমি ঈশ্বরের কথা জানি, নিজের প্রেমে নিজেই বিভোর
অর্গাজমের পথ বেয়ে আমিও মাঝেমধ্যে ঈশ্বর হয়ে উঠি
নার্সিসিজম শব্দটা আমারো খুব প্রিয়







হেঁয়ালী নকশা

অস্তাচল সূর্যের লাল বিভায় রক্তাক্ত ইঙ্গিত
থাকে না কিছুই -
ঋদ্ধ জীবনও ঝোলায় তুলে নিয়ে যায় ভবিতব্য

ইথারে ডানা ঝাপ্টায় অমিমাংসিত সক্রেটিস -
"নিজেকে জানো"
আয়নায় বারবার ভেসে উঠে  হেঁয়ালী নকশা