সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

গৌতম রায়


গৌতম রায়

ভাষার ডাক

১.
কেন জানি না আমার বারবার
একজন ডাক্তারকে ঈশ্বর বলে মনে হয়
তাঁর চেম্বারে ঢুকলে মনে হয়
পৃথিবীর সব সুন্দরতম অনুকূলগুলি
তাঁর উপর বর্ষিত হোক
তাঁর তৈরি ব‍্যবস্থাপত্রটিই শ্রেষ্ঠতম মাতৃভাষা
যার উপর দাঁড়িয়ে লড়াইয়ে
জয়ী হওয়া যায়।






২.
দুধভাত কার না খেতে ইচ্ছে করে ?
ভাতের সাথে নুন      
পরিপূরক জনক -জননী
তাঁদের আর্তি তরুণ তরুণী হলে
আমরা দুধুভাতু খাই
লখাই রাখে তার চালানো পুলকারে
ছেলের জন্য একটি আসন
বেহুলাও মেয়েকে ধনঞ্জয় মাহাতোর
ছৌকর্মশালায় নিয়ে যায় দুর্গা বিনির্মাণে






৩.
একটি কাঁসাই  একটি সুবর্ণরেখা মিলে
নদীতায় হয় সাগর
এই সাগর হলো মাতৃভাষা
হেঁটে হেঁটে আকাশে উড়ান ভরে
তারপর বৃষ্টি পুষ্টি পুষ্টি

সাগরেও সাগরিকা-তারা ফোটে
আলোর দুধসাগরে
দৃষ্টিপথ দৃশ্যমান হয়
আমি যাই ২১শের ঢাকায়
আমি যাই ১৯শের শিলচরে
আমি যাই ১লা নভেম্বরে পাকবিড়রায়