সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

আশিস্ ভট্টাচার্য্য


আশিস্ ভট্টাচার্য্য 

কোন পথে যাব

কোথায় যাব কোন পথে
নিঃশব্দ রাতের মতো
স্থির সব দিন হেঁটে যায়
শুধু চেনা যায় চোখের আদলে।

ভাবনার বসতে আলোরা ক্ষীন,  মৃদু তাপ
ছন্দের বলয়ে শিল্পী  তবু আঁকে ছবি,
গাছ ফুল জেনে গেছে আগামী বিকেলের কথা
ভাসমান নৌকায় চলে জীবন
লাইফজ্যাকেট হারিয়ে গেলে
কোথায় যাব কোন পথে? 




      


বসন্তে

কাছে  বসন্ত দাঁড়িয়েছিল  আজ আসতে বলেছি
ছিল সজীব নিবিড় সবুজ পলাশের  আগুন
ফুরোতে চায়নি কৃষ্ণচূড়া  তবু দ্বিধা  ডালে
সলজ্জ কুটির অন্তরে সে প্রাণে তবু চঞ্চল।
মেঘের মত বৃষ্টি নিয়ে এক কোমল কোরকে
এঁকে যেত আলপনা এক  মনের ভীরু গহনে।

ছায়া ঘেরা রুপনারায়ন   আমি দেখি জলছবি
বসন্তে মেতেছিল রঙে দেখিনি বাসন্তী সাজে।      



    


রোমন্থন

মাঝে মাঝে সকালে যেন ডাক আসে --
আসুন ভিতরে আসুন তাকিয়ে দেখি নেই সে
স্মৃতি বড় বেদনার  কখনও সুখের
তখন দেখি সেই সবুজ পাতার গাছ
কয়েকটি পর্ণমোচী অনুভবে একটু বোধহয় স্থুল
পাতাগুলো সজীব ডালগুলো তার ছায়া মেলেছে।

অনুভবের যোগ-বিয়োগে  মেলেনা অংক
হিসাবের রাস্তায় সেই কৃষ্ণচূড়া গাছ
ফুল নিয়ে অন্যখানে
মাঝে মাঝে সেই সুর আসে --
জলছবিও জেগে থাকে।