সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

লিপি সেনগুপ্ত


লিপি সেনগুপ্ত

গোপনে

তখন দুপুর
ছাতিম পাতার ফাঁকে
আগুন চূর্ণ
চোখ ঝলসেছে।

প্রশস্ত মাঠ
এবার পার হতে হতে
পা পুড়ছে। তপ্ত শরীরে
সেই এসে দাঁড়াতেই যদি হয়
ছাতিমের নীচে
তবে আগুন তুমিই পোড়াও
গোপন সন্দর্শনে!







অতিথি

হয়ত বলিনি
নির্ধারিত ছিলই

মেলা থেকে বেলুন আর মুখোশ
দুটোই চাইলে
এখনও বুঝি না
কোনটা বেশি পছন্দ!তার—

ডোবায় ভর্তি  পথঘাট
সাবধানে পা ফেলে
যেতেই হত
অতিথির সময় অসময়
একমাত্র চৌকাঠই জেনেছে!







কামরা

ট্রেনের কামরা খালি—
অবাধ বাতাস
যায় আসে
ক্লান্ত অবসর
ক্ষণিক গৃহমুখী

ছুটছে! ভীষণ...
আর্তনাদে পিপাসা ছিল
সংযত জল।গভীর খনন—
অজানা প্লাটফর্মে থেমেছে!

চোখ বুজে আসে
এখন বিশ্রাম খুব প্রয়োজন!
বাউল বাতাস
লালচে ধুলোর উত্তরীয়
কেউ কেউ পরেও দেখেছে।।