বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

মিজান ভূইয়া


মিজান ভূইয়া

এখন দুপুর

ছুঁতে যাবো পাতা
আঙুলের কাছে ভেঙ্গে পড়ে পুরনো জলের
কাল।
সেই সংকটের দিনে, চোখে ও কপালে দেখি
লিখিত নদীর নাম। তবুতো,
মেধার আলোতে জ্বলে দু'ঠোঁটের অভিমান!
আজও,
পাখিচরিত্রের মতো স্মৃতি হয় হারানো
গানের কলি। বারান্দায় দাঁড়ালে
হৃৎপিন্ডে ছায়া ফেলে শোকে শোকে উড়ে যায়
সেইসব নদী।
এখন দুপুর
বৃষ্টির মতো সময় যায়
কিছু শব্দ এসে সঙ্গী হয়
কিছু ভালোবাসা এসে পাশে দাঁড়ায়।







একজনই নারী

চিঠির বাক্স ছুঁয়ে
ফুটপাত ধরে হেঁটে যায় কোন এক নারী
ব্যস্ত শহর, বৃষ্টি পড়ে, কষ্ট হয়...
অথচ সে আমার কেউ নয়!
মাথার উপর
টিক চিহ্নের মতো উড়ে যায় কাক, দু'চোখে
ভেজা ভেজা পথ,
বিপণিতে
মৃদু ঘ্রাণ দুপুরের বাষ্প দেখি শরীরে। আসলে

সমূহ রঙের বিপরীতে সেই নারী, একজনই
নারী, না হয়, সে আমার কেউ নয়, তাহলে
কষ্ট কেন হয়! টিক চিহ্নের মতো একটাই কাক,
ইথারে ইথারে
একজনই নারী।






গোপন বৃষ্টির কথা

পছন্দ স্থির হয়ে গেলে
পাহাড় পাহাড় ডেকে
জ্বেলে দিতে চাই
প্রতীকী আলো।
খাঁচাবন্দী চোখে
দিগন্তের কাজল, যদি পারতাম, গ্রীষ্মকালীন অক্ষরে
লিখে রাখতাম
ওই ফুল
এই গান, গোপন বৃষ্টির কথা।
দেখি খোলা আকাশে
জ্বলে ব্যর্থ এক চাঁদ, পায়ে লাগে মসৃণ কিছু পাতা।
....রূপকথার বিকেল নিলামে ওঠে, চিহ্নিত    হৃদয়ে
      ফুটে জলভরা পুকুরের শাপলা।
মনে মনে বলি,জীবন এমন হোক
আশীর্বাদ করি, মানুষ এমনই হোক।