জ্যোতির্ময় মুখার্জি
বেশ তো
অপেক্ষা জ্বালিয়ে রাখো
আর আমি ফিরছিলাম, হেঁটে
কোন দেশ আমি জানি না
আমার কোনও কাঁটাতার ছিল না
দেওয়াল কথা রেখেছিল
অসম্পূর্ণ
আর যা কিছু তুমি ভুল
ক্ষমার দূরত্বে, পতাকা তুলেছিলাম
পতাকায় তোমার নাম লেখা ছিল
পড়তে গিয়ে দেখলাম, ভাষা ভুলে গেছি
আমার আর কোনও কথা নেই
শব্দ নেই, দেশ নেই
তুমি
একটা খিদের নাম
আমি ধুলো ঝেড়ে উঠি
কেনই বা তুমি এলে
ঠিকানা, ক্রমশ তোমার দিকে ঝুঁকে
আর আমি তুমি ভেবে
সাঁকোর দুই মুখ ধরে হাঁটছিলাম