অনিন্দিতা সেন
শেষ প্রহরে
চলে যেতে দিয়েছিলাম অপেক্ষার শেষ ট্রেন
ফিরে যেতে যেতেও...
ফিরে চাইলে তুমি,
স্টেশনের ঝাঁকড়া বটের ছায়ায় তখনো
রং চটা হাতল বিহীন ফাঁকা বেঞ্চটায়
পড়ে আছে একমুঠো উপলব্ধির অবয়ব!
বহিরাগত লোনা বাতাসে...
মলিন হয়নি এখনো!
নিরুচ্চার অবহেলায় উদ্ধত
গড়ে ওঠা সেই অবয়ব
স্পর্শ করলে আগ্রাসী আবেগ দিয়ে
সমগ্র সত্ত্বা দিয়ে ছুঁলে আমায়!
চলে গেল শেষ ট্রেন ঝমঝমিয়ে
প্ল্যাটফর্ম ছেড়ে...
মধ্যযামের শেষ প্রহরে!
চাওয়া পাওয়া
হারায় না কিছু কখনো
হারিয়ে যায়না কিছুই
ভালবাসার পরতে পরতে আবেশ মাখে জীবন!
হয়তো বা নেই ধারে কাছে
মনের পাশে কোথাও আছি,
চেনা রোদ্দুরে আবার চিনে নেওয়া.....
মেঘ বৃষ্টির আড়াল থেকে অলীক প্রেমের স্বপ্ন দেখা!
এমন করেই পাব রে মন
এমন করেই পাব,
বৃষ্টি ফোঁটার আদর মেখে
কাদম্বরী হব!!
পিতৃপক্ষ
শেষের সেদিনও চেষ্টা করেছিলাম যেতে,
সেই যেদিন খসে পড়া তারারা একটি একটি করে
ভীড় জমালো...অনেক দূরের কক্ষপথে।
ওলোট পালোট ঝড়ে...বোবা যন্ত্রনায়
সব হারানোর ব্যথায়!
অজানা পথের সংগী হতে
চলে গেলে তুমি!
পড়ে রইল অনুতাপ আর কষ্ট।
স্থাবর...মর্মান্তিক...বেহিসাবি সময়
যাপনের সারনী পেরিয়ে...
যাত্রা হল তোমার পরম শান্তির পথে!
শেষ অর্ঘ্য যখন ভেসে যাচ্ছিল জলে...
হঠাৎ হাওয়ার ঝাপটে...পাখি হয়ে
ঠোঁটে তুলে নিলে!
চুল্লির তাপে ছাই হয়ে গেল যাবতীয় অভিমান
নিশ্চুপ আমি, ধমনী দিয়ে বইছে
বুকের ভেঙে যাওয়া প্রতিটি টুকরো!
অথচ, ফিরে আসার পথে পাঁচিলের পাশে
তোমার লাগানো উইপিং উইলো
প্রবল বৃষ্টিতে জড়িয়ে রাখলো আমায়!