ফিরোজ আখতার
জোৎস্না ও জোনাকিআলো
জোৎস্না যখন জোনাকিআলোয় মেশে
অপূর্ব লাগে সে মিলন
বড় রূপকথাময়...
তাকে কুক্ষিগত করে সে সাধ্য নেই কারও
শয়তানেরও না, ফেরেস্তা'রও না
চড়ুইপাখি
চড়ুইপাখির কিচিরমিচির শুনে ঘুম ভেঙে গেল
চোখ মেলে দেখি ভোরের রোদ
তখনও এক্কা-দোক্কা খেলা শুরু করেনি
চড়ুইপাখিটা ডেকেই চলেছে
পাশ ফিরে মোবাইলের অ্যালার্মটা
বন্ধ করতে গিয়েও থেমে গেলাম
মনে পড়লো কাল রাতেই ডাউনলোড করেছিলাম
চড়ুইপাখিটাকে, থাক...
আরও কিছুক্ষণ না-হয় ডাকুক !
বেলেমাছ ও বেড়াল
বেলেমাছটা কেমন যেন বেড়ালের আকার নিচ্ছে
বেড়ালটা উড়ুক্কু মাছের...
এই উড়ে যায় বুঝি
ডানাগুলো ক্রমে প্রশস্ত হচ্ছে
প্রশস্ততর, প্রশস্ততর