বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

সামসুন্নাহার ফারুক


সামসুন্নাহার ফারুক

এই তো জীবন

ফেলে আসা সেই সোনারঙা দিনগুলো
স্বপ্নের ঘোরে যখন তখন
খলবল করে ওঠে
ভোরের নরম আলোতে স্নান সেরে
মগডালে বসে বসে পোহায় ওমবেলা
কার্তিকের জোছনায় ভিজে ভিজে
তা না না না বাজিয়ে রাজকীয় বৈভবে
সুযোগ পেলেই তিতি মিতি সাথে
ফিরে যাই মধূমাখা শৈশবে
সোৎসাহে মেতে উঠি প্রমত্ত অনুভবে

স্বপ্নের ভিতর স্বপ্ন দেখি
জীবনের ভিতরে জীবন

হাবুডুবু খেতে খেতে সময়ের পৈথানে
হেসে ওঠে প্রসন্ন অনুরাগ
বাকীটা সময় বুদ হয়ে উপভোগ করি
অতীতের আর্কাইভে প্রসুক্তির কলরব

এই তো জীবন
একে ভালোবাসা
বড় প্রয়োজন ।






ও বুকের তপ্ত উনুনে

বিমন্দ্রিত ভালোবাসার ষড়জ সিন্জন
বেপরোয় উত্তাপে হৃদয়কে কাছে টানে
প্রণয়োল্লাসে এলোমেলো করে দেয়
পুষ্পিত সময়ের বিলসিত আয়োজন

ভালোবাসার মানুষটা
চোখের আড়াল হলেই
টুসটুসে অভিমানগুলো
বৃষ্টি হয়ে ঝরে
চোখ দুটো হয়ে যায়
শ্রাবণের উপচানো নদি
না পাওয়ার কষ্টগুলো
দুঃখ দুঃখ খেলে

মুঠোফোন মেসেজে নির্ঘুম কর্ণিয়ায়
নির্জন স্পর্শের অপেক্ষায় থাকি
সঙ্গোপনে ঠোঁটে ঠোঁট রাখি
খেয়ালী অভিলাষগুলো
আবীর রাঙা গালে
পাজরের আলতামিরায়
জড়িয়ে থাকতে চায়
বেতাল বেহালে

তেজালু তৃষ্ণায় মাতাল প্রহরে
হয়ে উঠি অবাধ্য জলধি
আরক্ত অনুরাগে ভেসে যেতে সাধ হয়
নির্ভার আশ্রমে জন্মান্তর অবধি

চাহিদার উৎসবে খরান জমিনে
আমগ্ন ডুবে থাকতে ইচ্ছে করে
পেশল ও বুকের তপ্ত উনুনে ।





সৃষ্টির নেশায়

সময়ের পিছনে ছুটতে ছুটতে
প্রযুক্তির আন্তঃজালে আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে গেলাম
ফুটন্ত যৌবনে
গরম কফির পেয়ালা
নির্দ্বিধায় ঠেকানো হলোনা
টুসটুসে ঠোঁটের ডগায়
দুর্লভ মূহুর্তগুলো ফোকর গলিয়ে
উড়ে গেল সুগন্ধী দুপুরে
"ভালোবাসি ' কথাটি বলা হলো না

জোয়ারিত ক্ষণে আবেগী শব্দেরা
এখনও অভিমানী হয়
বলে ওঠে 'জীবন তো একটাই
এত সবের কি আছে প্রয়োজন ? '

তবুও জীবন জীবনের মতনই চলে
অব্যক্ত কথাগুলো নৈর্ব্যক্তিক রয়ে যায়
কখনো কখনো দ্রবীভূত হয়ে
নোনাজলের সমুদ্র হয়
সৃষ্টির নীরব নেশায়
মোহময় রাত্রিদিন নিয়ত
স্বপ্নের গল্প শোনায় ।