বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

শর্মিষ্ঠা ঘোষ


শর্মিষ্ঠা ঘোষ

কিছু নেই

প্রতি চোরা বাঁকে লিখে রাখি ফেরা
প্রতি অজুহাতে অমোঘের ডাক
ভুলভাল পায়ে যতদূর ই যাই
তোর দ্রাঘিমা তো পেরোতে  পারিনা

চাইনা আদতে খুব ভুলে যেতে
একটু আধটু নখরা ব্যতীত
রেগে গ্যালে তোকে হেব্বি দ্যাখায়
সেইটুকু লোভে এলোমেলো হওয়া

আমি তো এমনই বিচ্ছিরি খুব
আমি তো শুধুই তোর জ্বালাতন
আমি কি আদতে পারি তোকে ছাড়া
তুইতো এটাও জানিস ভালোই

তারপরও দ্যাখ বর্ণমালায়
গ্লোবাল দেশীতে সেই এক থিম
কিছু যেন নেই গোটা জন্নতে
তুমুল বেঁধানো তোর তির ছাড়া





পুতুল

কার কথাতে নড়ছে চড়ছে কাঠের পুতলি
হৃদয় কি আছে ? কিংবা মগজ ? চল হে খুলি
রসদ তোমার নয় অফুরান পাবলিক নয় ভিক্ষুসমান
তোমার সে ভুল শোধরাবে কাল ওগো মহারাণী

পারলে এবেলা অভ্যাস কর সাধারণে ফেরা
বহিরঙ্গের শঠতায় ক্রমে হারিয়েছ যাকে
পাওয়ার গেমের হাসিখুশি নব ঘোরানোর মজা
আজকে পেলেও কোন একদিন কেউ কেড়ে নেবে

তবলার বোলে মুখরা টুকরা অনেকেই জানে
গানের সঙ্গে বাজানোর দম একটু আলাদা
নিজেকে একটু নীচু তারে বাঁধা অপমান নয়
সঙ্গত দিতে কাঁধ বরাবর হাঁটতে ও লাগে





নাচনী

তিনি নাচেন এবং নাচান
তাহারা নাচে এবং নাচায়
আমরা নাচি কেবল নাচি

আমাদের স্মৃতির ধুলো পুরু
আমাদের মগজ জড়দ্গব
আমরা মানুষ নাকি সং?

সবার কান্না হাসির চাবি
তিনি নিলেন বুঝি কিনে
আহা, কত্ত তাহার দম!

রোসো, দিন আসবে সবার
কালের চাকায় পিষবে তুমি
নাচ হে খেমটা নাচ সুখে