বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

চৈতালি ধরিত্রীকন্যা


চৈতালি ধরিত্রীকন্যা

হঠাৎ উচাটন

তেঁতুলগোলার মধ্যে ডুবে যাচ্ছি ক্রমশ
                                          মুখরোচক
নির্ঝর পতন
ভয়ঙ্কর চাপা শ্বাস
                                       গোপন কামড়।
বর্গক্ষেত্রের পিলার  হয়ে তুমি সামনে দাঁড়ালে








পানের পিক 

ভালোবাসা কোনো তরল পদার্থ নয়
          হ্নদ্ স্পন্দনের ভিতর পানের পিক
মাথার ওপর যদি ঘোমটাও হও
তবুও তুমি ছায়াশরীর নও
সমঝোতা শুধুই যেখানে সংস্কারযাপন।

ভোগ্যপণ্য থেকে যৌণকর্মী
এরকম সেরকম।







রবাহুত

বেজন্মার বীজ  ভেঙে রক্তসঞ্চরণ
যন্ত্রণার ভিতর আছে কোটরবিহীণ কক্ষ
তাই আকুল-পাথারে ভাঙে জীবন জিজ্ঞাসা
কার্পেটের  নীচে চাপা পড়ে যায় তুহিন-কন্যা
গোপনিয়তা ঢাকা পড়ে বিজ্ঞানমঞ্চ থেকে।

আয়নায় অঙ্গীকার পত্র হাতে কে তুমি।
রবাহূত চৌকাঠ মাড়িয়ে যায়।