বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

শুভাশিস দাশ


শুভাশিস দাশ

যে রকম 

জীবন ফেরেনি এখানে
কতগুলো হাড্ডিসার মানুষ
দিনরাত বসে বসে বুনে চলেছে
মৃত্যুর চিরন্তন দিন।
আমাদের কী আছে
ওই এক একঘেয়েমি পান্তা
তাও নুন নেই, নেই লংকা টাও
জীবন ফেরেনি এখানে
আসলে কারো জন্য কিছুই ফেরেনা
ফিরিয়ে নিতে হয়, অধিকারে।







ব্যক্তিগত!

বালিশে জমানো কান্না ইদানিং স্বপ্ন দেখায়
মাঝ রাতে নরম শব্দ জানিয়ে দেয় বিগত ভুল
কতটা যন্ত্রণা পেলে তুমি খুশি হবে
যে চাঁদ সাক্ষী ছিল এই বিরহের
আজ তাতে লেগেছে গ্রহণ
কলঙ্ক বলে কিছু হয় না
এই বাহানা নিয়ে দাঁড়িয়ে যায় দূরত্ব
বালিশের কান্নারা বেরিয়ে পড়ে
আমি তাই ছুটে যাই বেঁচে থাকার মানে খুঁজতে ।







ওঁদের জন্য

অবশেষে ফিরে এলো সমীরন
যুদ্ধ শেষ করে পতাকা উড়িয়ে ফিরে এলো জয়।
 আনন্দ! আমাদের ফিরে পাওয়া মুক্তি
শত্রু শেষ। এখন নিশ্চিন্তে ঘুমোতে পারি
সমীরন আমাদের পাশের বাড়ির ছেলে
গর্ব হয় ওর জন্য।
হঠাৎ গান স্যালুট এর শব্দ ভারী করে বাতাস
সমীরন ফিরেছে তবে কফিনে
আমাদের এই দেশে কত সমীরন ফিরে আসে
কাঠের বাক্সে! কেউ দেখেনা ওঁদের মা কেমন
নীরবে জল ঝরায় দুচোখে।