চন্দ্রাণী মিত্র বোস
কবিতা
জোনাকিরা শুধু হাতছানি দেয়
গহন নিশীথ রাতে ...
"আছিস তো তুই সাথে !"
দূর আকাশের তারারা স্বপ্নে
আলোছায়া নিয়ে মাতে
টুকরো টুকরো স্বপ্ন পাঠায়
উদাস হাওয়ার সাথে ....
আছিস তো তুই সাথে !
মেঘ ঝিলমিল সোনালী স্বপ্নে
অজানার আনাগোনা
বাতাসের সেই ফিসফাস কথা
হয়নি আজও যে জানা ...
ছেঁড়া গোলাপের পাপড়িরা আজ
উদাসীন হয়ে আছে ...
ঝরে পড়ে থাকা সেই কিছু ফুল
তুলে দেবো তোর হাতে ...
আছিস তো তুই সাথে !
মন ছুঁয়ে যাওয়া কিছু কথা আর স্বপ্ন মেশানো রাতে !!
থাকবি তো তুই সাথে !
এই বুঝি অভিনয় ....!!
এমন এক মন কেমন করা ফাগুনে
বলেছিলাম , ভালবাসো কি আমায় !
হাতে পলাশের ফুল নিয়ে তুমি ছিলে প্রতীক্ষায়
চোখে চোখ হাতে হাত
রূপকথা মনে হয় !
সে কি ছিল অভিনয় !!
না কি কলেজ ফাংশানের শেষে
সেই মন কেমন করা বিকেলে
হাতে গোলাপ দিয়ে বলেছিলে
'বেশ করো অভিনয়'
ছুঁয়ে ছিল হাত শুধু ছোট সেই লহমায়
সে তোমার অভিনয় ....!
জীবনের রঙ্গমঞ্চে একা তুমি আজ ...
পর্দার আড়ালে দূরে আমিও শুধু প্রতীক্ষায়...
অভিমানে মেশা কিছু সম্পর্কের জাল
একটু একটু করে ছিঁড়ে যায়...
উতলা রাতে নির্জন দুপুরে
মন শুধু ছুটে যায়
সে বুঝি অভিনয় !!
ট্রেনের জানলার বাইরে ওই দূর দেখা যায়
পলাশের লাল ফুল আজও ডেকে চলে যায়
আমি চাইনা আর ভালোবাসতে তোমায়
আমি যে করি অভিনয়
!!
শুধু কিছু অভিনয় !
দূরে আরো দূরে মিলিয়ে যাবে এই দিন
কিছু কথা কিছু স্মৃতি ছুঁয়ে যদি বলে যায়
ভালবাসা কিছু নয়
সব ছিল অভিনয়
তবু কেন চোখে জল !
আজ বলো তো আমায় ...
এ কেমন অভিনয় ....!
ভুলে গিয়ে বুঝে গেছো এই ভোলা সোজা নয় !
আকাশ বাতাস বলে গেছে বুঝি ,করেনি সে অভিনয় ...
না কি কাল রাতে সেই অবহেলা ঘুমোতে দেয় নি তোমায়...
ছুঁয়ে গেছে অভিনয় ....!
আমি আছি বেশ আছি
নিয়ে এই অভিনয়
ট্রেনের জানলার কাঁচে চুপকথা মিশে যায় , মিশে যায় অভিনয়...
চুপিসারে বলে যায় ভোলা এত সোজা নয়
হোক শুধু অভিনয় !
রূপকথা ভেসে যায়
দূরে আরো দূরে
বুকে তার অভিনয় !!
আমার সে অভিনয় ....💐
অভ্যেস
কিছু অভ্যেস প্রয়োজন হয়ে গেলো
কিছু প্রয়োজন নিমেষে যে হারালো
পুরোনো খাতার ছেঁড়া পাতাগুলো আজ
কি করে জানি না সব কথা জেনে গেলো ...
মেঘের বুকেতে আঁকা এক জলছবি
চোখের জলের মাঝে ডুব চুপ অনুভূতি
কিছু চুপকথা পথ সে হারিয়ে আজ
কি করে জানি না সব কথা জেনে গেলো
মন সে আমার ছন্দ বিহীন রাতে
অবাঞ্ছিতের তালিকায় নাম খোঁজে
ঠিকানা বিহীন ওই চিঠিটা আজ
কি করে জানি না সব কথা জেনে গেলো
অভ্যেস আঁকা জলছবি আজ রাতে
অনুভূতি হারা কি জানি কাকে সে খোঁজে
চিঠি হাতে ওই উপেক্ষিত সে মেয়ে
কি করে জানি না সব কথা জেনে গেলো