বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

বিশ্বজিৎ মাইতি


বিশ্বজিৎ মাইতি

সহযাত্রা

সহজের পাস ঘেঁষে বসেছে করুণা।
লোকজন দেখে ভাবছে দুজনার ভাব খুবই!
আসলে তো যার সাথে ভাব
তারই সাথে আড়ি আড়ি খেলা।
একই যানে চেপে বসেছে দুজন।
একজন কোচবিহার
অন্যজন দিনহাটাগামী।







মামুলি

শূন্যের ভেতর থেকে লাফ দিয়ে
সমুদ্র থেকে উঠে আসছিল একটি আলোর গোলা!
সকালবেলায় সেদিকে তাকিয়ে
তোমার কথা ভেবেছি বহুক্ষণ,
কিন্তু মামুলি এই কথা বলে লাভ কী!


মাঝ রাত্তিরে ঘুম ভেঙে গেলে
ঘুমোচ্ছ কীভাবে নিবিড়তায়!
কল্পনা করি।
কিন্তু,এ ও তো বলার মতো কোনও কথা নয়।







ভ্রম

সন্ধ্যের যাত্রাপালায়
দর্শকাসন থেকে যাকে মনে হয়েছিল লেনিন
সে আসলে শান্তিগোপাল!