বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

কাকলি মান্না


কাকলি মান্না

অভিযানের সবুজ

সারি সারি গাছেদের জারি গান
সালোক সংশ্লেষ এক ভিন্ন জন্মান্ধতা
নদীর চরে জ্যোৎস্না নেমে এলে
মাটি শিকড় আর সবুজের
অভিযান গাছ লাগাও

দূরত্ব বাড়ছে শিকড়রের সাথে মাটির
          দেখার সাথে দৃষ্টির
                       শব্দের সাথে কবিতার
                               সবুজ এক একটা শব
মূক কাঙাল কুড়িয়ে  নেয় অক্ষর
          যন্ত্রণায় মিশে যাচ্ছে মিশে যায় এভাবেই
অব্যক্ত শব্দ সৃষ্টি জাগিয়ে  রাখে
গায় কোরাস... সবুজের  অন্বেষণ
__________________________________________

শব্দ হীনতা
কাকলি মান্না
মন কেমন এক তীব্র যন্ত্রণা যা শব্দ হীনতায়  ভোগে
বন্ধ  জানালা খুলে
এস এইখানে ঠিক এইখানে
বানাও বসত বাড়ি
খালি ঘর স্মৃতি চিহ্ন শ্বাস ছাড়ে শিকড়
গুটিয়ে রাখা অপ্রাপ্তি নেয় স্বাদ মুক্তি


নতুন বসত সংসারের চাদর মেলে খড়কুটো আশা
ঠোঁট ছুঁয়ে যায় ভবঘুরে।







স্বীকারোক্তি

রোজ তুমি আগন্তুকের মত খোলা দরজায় এসে  দাঁড়াও।
অপেক্ষার আসন পেতে দি.
চোখ মেলে চাইলেই দৃশ্যমান দরজা
ভঙ্গুর স্মৃতি পা ছড়িয়ে বসে অশ্রুনদীর তীরে।

জীবন থেকে দূরে এক ফ্রেমে ছড়ান তোমার কবিতা,
পছন্দের শব্দরূপ, ভালোলাগার রঙ
ভালোবাসার ওম মাখতে থাকে নিরলস।

এই সেদিনও বলতে চেয়েছি বেঁচে থাকা শ্লাঘনীয়
তবু ধুলোর সাথে মিশে যেতে যেতে দরকার আত্মকথন।

কিছু স্বীকারোক্তি অন্তঃসার শূন্য হলে
সুপ্ত  ইচ্ছেরা জীবনের প্রচ্ছদে জায়গা খোঁজে অবিরাম।