বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

শাহানারা ঝরনা


শাহানারা ঝরনা

চরজাগা নদী

মাতাল বাতাস জানে দগ্ধ হৃদয়ের গতিপথ
ঢেউ ঢেউ উচ্ছ্বাসে দোলে ভাষাহীন প্রহর 
নদীও চলার ছন্দে ঠিকানা চিনেই
বয়ে যায় নিরবধি
আমরা মানুষ,  জানি বুঝি কতকিছুই
শুধু চিনি না কারো মনের ঠিকানা।
ভাঁজভাঙা বাতাস কখনো পালবৈঠার খবর আনে,
পালকে দুঃখ ঢাকা কোন সাদা বক
করেনা ফেরি তার আত্মার আকুতি
অসংগতি বেড়েই চলে
 দগ্ধ কোকিলা কাঁদে,
যেন সেও হারিয়ে ফেলেছে সবুজের ঠিকানা!!
 ঘুমকাতর পাখির চোখে অজানা আশংকা ঘণিভূত হয়,
শাল-পিয়ালের বন তাদের ভালবেসে ডাকে না আর
চিন্তামগ্ন বাবুই উত্তপ্ত রোদে পাোড়ায় তার
শিল্প নৈপুণ্য
বিশ্বায়নের অভিশাপ ঘিরে আছে চারপাশ
চরজাগা নদী কাঁদে --
দখলের দাপাদাপি দেখে
থেমে যায় জলবৈঠার বনিবনার সুর। 
নদী ও নায়রির ভালোবাসা নেই
শুকনো নদী আর পায় না  মাতৃত্বের আস্বাদন 
প্রকৃতির দেবিকা সেজে
 আমরা মেতেছি লোভের প্রার্থনায়,
প্রযুক্তি বন্দনায় ডুবে নিত্য হত্যা করি সবুজের ভ্রুণ।    






কতো আর

বুকের ভেতর লালিত শব্দের বসবাস নিয়ে
কখনো নিশ্চুপ কিংবা সোচ্চার হই
ভাবনাকে ঐক্যবদ্ধ করে দেয় পংক্তির আবেশ
 আবেগের অমরতায় মনজলে ভেসে যায়
বিরহী ফুল,
স্বপ্ন ঝুলনে বাঁধা মধ্যজীবী ইচ্ছেগুলো
কতো আর ভেসে যাবে অমৃত সাগরে?
আগামীর রংছবিতে দেখি
আমাদেরই দীনতা প্রতিচ্ছবি
সেই ফলসাদুপুর,  জেলেপাড়া,  নদীঘাট
 সবই অদৃশ্য এখন
ডিজিটাল ফিতেয় বেঁধে আধুনিক মোহমায়া
সম্রাজ্ঞীর মতো কাটে কার্বলিক  প্রহর   
গুচ্ছকথা আবর্তিত হয় দুরারোগ্য অনুভূতির ভেতর,,
ফুলেল আকুতিতে কাটে বিতর্কিত ক্ষণ। 
বিষাদে বিষাদ বাড়ে
দৃশ্যকল্পের আলোছায়ায় ভাসে জীবনরস্মি
অনুর্বর মেধাবাড়িতে নান্দনিক কোন সৃজন হয় না,
স্মৃতির কীর্তন গেয়েই কাটে অনাবাদী সময়!







দিন বয়ে যাক

মনঘুড়িটা উড়ে উড়ে
যাচ্ছে কোথায় কোন সুদূরে   
বন্ধুরে তুই একলা শুধুই 
সঙ্গী হয়ে আসিস ঘুরে
পদ্মপাতায় স্বপ্নখাতায়
যুগজীবনের  নকশা আঁকি
যখন সময় নন্দিত হয়
মন বনে গায় কুটুমপাখি
বিশ্বাসী দিন বর্ণবিহীন
আস্থা হারাই অভিমানে
ঐ যে কারা ছন্দহারা
গাইছে কোরাস ঐক্যতানে!
কার হাসিতে মন বাঁশিতে
সুর বাজে হায় আপন মনে
দিন চলে যায় কার অপেক্ষায়
পাঁচমিশালি আয়োজনে
কেউ না জানুক কেউ না মানুক
জলযমুনার নিয়মধারা
ইচ্ছে সুখে কি উৎসুকে
হই তবুও আত্মহারা
মগ্ন হৃদয় হয় সমন্বয়
বন্ধুরে তুই স্বপ্নে এলে
আঁধার ঘরে ফুলবাসরে   
রাখি সুখের প্রদীপ জ্বেলে
ভাববিলাসী মন উদাসী
যোগসাধনা সকাল রাতে
সুখসারথি রঙআরতি   
আবেশ ছড়ায় মুগ্ধতাতে   
আলোকপাখি বাঁধবে রাখি
শুকতারা ক্ষণ সঙ্গী হবে
মনবাড়িতে সখ্য নিতে
আসবে কে সে সগৌরবে?
মুক্তোমণি সোনারখনি
চাইনে কিছু এই জীবনে
দিন বয়ে যাক সুখটুকু থাক
থাকবো মেতে সম্মোহনে।