বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

শ্রাবণী সিংহ


শ্রাবণী সিংহ

বর্ষার মন্ত্রগুপ্তি

সাপে কাটা মরণ দৈব নিশ্চিত,
অনিশ্চিত মরণ ওঝার ফুঁ'য়ে...

আজও গুণিনবিদ্যার গুপ্তরহস্য জানা মানা তবু
হঠাৎ বর্ষায় পিঠ পুড়ে,

কি আছে  ভিতর বাণে এমন
হাওয়ায় তো শুধু পাতা কেঁপে যায়
তোমার দৃষ্টি তো বৃষ্টিকেও বাঁকা করে
অনেকটা হেলে যায় ময়ূরপালকে দুপুর শ্রাবণ,
আর
চিবুক থেকে গোড়ালির নির্মাণ ...







যমুনা উজানে

খরার দরুণ
প্রচন্ড উৎসাহে
ভেঙে পড়ছে
বর্ষাকাল আর যা কিছু
কাগজের নৌকা কাত হতে হতে হয়ে যাওয়ার আগে
                    দাঁড়িয়ে যায় শেষবার নুড়িজলে...

অস্বীকার মানবে না জানি।
তোমার যা খেলা আমারও তাই
ভেসে যাওয়ার অধিক
               যমুনা উজানে।







অকালবোধনের জলে

কমলা-মেরুণের তীক্ষ্ণ আঘাতে যে ভোর আসে,
শিউলি তার দর্শক।
আমাদের দুঃখদিন হ্রস্ব ই'র মত আড়াল করে আছে
সমস্ত আসবাব
                           
গাভীর সামগান নৈঋত কোণে...
আনন্দউৎসবের আগমন উপলক্ষ্যে নতুন কিছু জানা ও চেনা
পরিযায়ী
আসুক পুরনো সর্বনাশে
শরৎকাল

মায়ের ছায়া অকালবোধনের জলে।