শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়
হেমন্ত
আমার যে ভাল লাগে
সাড়ম্বর পৃথিবীর
নাকছাবি ফুলটির রেণু
।
ছাতিমের ডাল ভেঙে খসে পড়া
আঠালো গরল ।
নেশার বাতাস
হেমন্তের মাস ।
বরফ
মনখারাপের কোন রঙ হয়না ।
তার হাতের ভেতর থাকে কেবল
বিবর্ণ এক বরফকণা
।
সে কেবলি ভাঙতে থাকে
চোখের ভেতর ,মনের ভেতর
লাল , নীল সব রঙিন পাথর
ভাঙতে ভাঙতে বিছিয়ে দেয় সে
বরফচাদর । ঠিক যেখানে হৃৎপিণ্ড
তারই ওপর ।
একা
ছাদের নীচে গোছানো সংসার
পরিপাটি সোহাগ চাদর
পাতা।
ছাদের ওপর ধরতে গিয়ে
চাঁদ
কার্নিশে পা এক্কেবারে একা।