দিশারী
মুখোপাধ্যায়
একটি পাতি খবর
আকাশ ছেড়ে থাকতে খু্ব কষ্ট হয়
কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য
কোমরের ব্যথা ছাড়া
আর কিছুই স্বীকৃত নয়
সব ডাক্তারই তাদের জন্য কেবল
লাঠি প্রেসক্রাইব করেন
সবটুকু আকাশ
নিজস্ব অ্যাকাউন্টে জমা রাখেন
আর চুষে চুষে খান
মিস্টার হ্যাঁগো ওগো থেকে
রূপান্তরিত
বহুতলের পিলাররা
পৃথিবীতে যখন আতশবাজি আর বেলুন
বিষয়ক বিনোদন
আকাশ না পেয়ে
গোপনে গোপনে বিষ খাচ্ছে বৃদ্ধরা
-
এই পাতি খবরে
প্রতিমার প্রসাধনে ব্যাঘাত হয় না
লাল উল
আজ এবছরের প্রথম রোদ্দুর
পেলাম শান্তি
নয় নয় করে
পরিমাণও নেহাৎ কম নয়
পঁচিশগ্রাম ছাপু ছাপু
তুমি থাকলে
দুজনেরই যথেষ্ট হতো
আজও শীতকালে
আম লোক ই
আমলকিতে ভিটামিন সি
সী বিচে ছড়িয়ে প্রেম
যারা বেহিসাব আজও
এবারও শীতের রোদে
তারা ম্যারিনেট
রক্তচাপটা এবারও বেসামাল শান্তি
বাতাসে পারদ যত নামবে
তত উর্দ্ধে ইন্দ্রিয়ের কাঁটা
তাহোক
তোমার জন্য লাউ পালং
তৈরী রয়েছে
লাল উলের কার্ডিগানটা
সঙ্গে নিতে ভুল না কখনো
অন্ধকার
তুমি আমাকে মিছে মিছেই ভয়
দেখাচ্ছো
যার বুক ঠাসা আছে হরতনে
দুনিয়ার সকল নামুঙ্কিম তার কাছে
সরল মুঙ্কিম
হরতনে আছি , শুধু আপাতত
নিকেতন নেই
তবে বিশ্বাস আমাকে কথা দিয়েছে
অচিরেই নিকেতন পাবো
তার আগে পাবো শান্তিও
ভয় তুমি বাড়ি ফিরে যাও এইবেলা , নয়তো
আমার স্বরূপ দেখলে তুমিও ভয়ার্ত
হতে পারো
কোথায় যে পেরেক পোঁতা
জল জলের সঙ্গে কথা বলছে
কলকল খলবল
জলেদের জাত প্রথা নেই
ছোট বড় নেই
সহজেই মিলেমিশে যায় পরস্পরে
কোনো জলকে কোনো জলকে আটকে রাখেনা
কে কোথায় যাবে
কেউ তার মিথ্যে যোজনায়
পেরেক পোঁতে না
স্বেচ্ছাবন্দী
শুধু বিবেকের কথা চিন্তা করেই
ঘুরতে ভুলে গেলে
যা তোমার কাজ
স্বপ্ন থেকে বার হয়ে আসা আবেদন
নাকচ হয়ে পড়ে আছে ঠিক দরজার
বাইরে
যেখানে বাজলে তোমার নম্রতা
ধ্রুপদী হতো
শুধু বিবেকের অনুশাসনে বেছে নিলে মৃত্যুগন্ধা আত্মহত্যা
বিবেকের ইচ্ছে হলে অক্ষ মেনে
ঘুর্ণনের অভিনয়ে প্রসংসিত হবে
রেকর্ডেড করতালি জুড়ে
দর্পণের আত্মবিম্ব বলে নাকি -
নদীর সঙ্গে দেখা হলে গল্পগাছা
কোরো
যদি সে তোমার জন্য ভাটিয়ালী
আয়োজন করে
আব্বাশউদ্দিনের কথা
মনে রাখতে না চাও রেখো না