বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯

সুরজিৎ পোদ্দার




সুরজিৎ পোদ্দার

রাধে রাধে


আমি তো নিঃস্ব হয়ে গেছি
সবটুকু চেয়েছি তোমার-
সবটুকুই|
আমার পৃথিবী বদলে যাবে
এমন এক বিপ্লবের খোঁজে
এতদূর আসা|
বিপ্লবের থেকে এতদূর
বিপন্ন বিষণ্ণ সন্ধ্যা,কুয়াশা
আর দিগ্ভ্রষ্ট ঘোড়ার উপত্যকায় লয় বাড়ে, সুর আসে
মেঘবিদ্ধ সন্ধ্যায় কাঠে কাঠে জ্বলে ওঠে সন্ধ্যাতারা
স্পষ্ট দেখতে পাই জলপাই   গন্ধ মেখে কারা যেন
গান ধরেছে, স্নান করেছে সন্ধ্যাতারায়
তাদের নাম জানি না, শুধু সোনালী চুল
আর আলগোছে স্বভাবে তারা বয়ে যায়
তারা বয়ে যায়, আমাদের আড্ডায়
আমাদের আলোয়, অন্ধকারে
ব্যক্তিগত স্নানঘরে

সোনালী চুল, জলপাই গন্ধে গন্ধক জ্বলে ওঠে যেন
যেন বিপ্লব হয়
দারুন দুর্দিনে
কুয়াশা, মেঘ পেরিয়ে স্পষ্ট দেখতে পাই
দেখতে পাই নীরব নিঃস্ব দূরবিনে









সারাদিন জঙ্গলে ছায়া, জল আর
শান্তি পেরিয়ে অন্ধকারের উপত্যকায় ...
এখানে যন্ত্রণা, এখানে বিষাদ,
এখানে ক্লান্তি
বিসর্জন দেওয়ার পালা
এখানে আগুন আশ্রয়
আর জল পাথর হয়ে যায়








জঙ্গলের মত একটা কুকুর
বিস্ময় অন্ধকারে বন্ধু হল,
সমস্ত বিপন্নতার নদী
যেন আশ্রয় পেল সমুদ্রের|
সারাদিন রোদ্দুরের পর
নীরবতা, ঠিক নীরবতা নয় যেন
এই তো ঝর্ণার গান, এই তো ঝরা পাতার ঘ্রাণ
অচেনা পাখির আকাশ
আর সেই জঙ্গলের মত বন্ধু ,
একটা স্বপ্নের বাড়ি আঁকড়ে থাকা বৃদ্ধ
সবাই আগুন নিয়ে এল
কার পুনর্জন্ম হল? কার?
আমি নয়, আমি নয়
শুধুই অন্ধকার
ঠিক অন্ধকার নয় যেন,
যেন একটা সবুজ পাহাড়, রঙিন আকাশ আর খয়েরি জল
জল নয়, জল নয়
একটা বন্ধু, মহাসমুদ্রের মত বিরল







সকাল থেকে ভাসিয়ে নিয়ে চলেছে
আলো, আলোর কণায় কণায় মুগ্ধ আকাশ
মৃত্যু পর্যন্ত সঙ্গী হতে পারে
এমন সব মুহূর্ত, পলে পলে সঙ্গীত
হয়ে ওঠে
ইজরায়েল মানে আর যুদ্ধ
মনে পড়ে না; মনে পড়ে না
কোনো অন্য আলোর কথা
প্রাচীন বিবসনা এক গাছের সমুদ্রে
ক্রমশ ডুবেই
চলেছে সময়, আমি অসময়ের
 অদৃশ্য কণার মত ছড়িয়ে চলেছি
কোনো হতাশ যুদ্ধভূমিতে
নীরব সন্ধ্যার মত সিদ্ধান্তহীন |
ইজরায়েল, শুধু যুদ্ধভূমিই যেন
যেন নরম আলোর ছোট্ট ছোট্ট কণা
সেখানে নিমগ্ন নোনতা তটে
জ্বালায়নি আগুন| গুহাবাসী মানুষের
অলস সকালবেলা







আমি মৃত্যু পর্যন্ত এই অন্ধকারে থেকে যাব,
হয়তো শ্যাওলার মত - সবুজ |
তবু কোনো আলোর স্নিগ্ধতা
কোনো দূর দূরবিনেও আসবেনা এই পর্যন্ত |
হয়তো রূপালী চুল, বেগুনি জামায়
কোনো পাহাড়ি জানলায়
শহর ভেঙে পাথুরে নদীর মত
কোনো কষ্ট কল্পনায়, তুমি সিনেমার মত |
এক খাদ বিষাদের মাঝে
হাওয়া এসে 'রাধে রাধে' করে |
কোন পথ বাঁধে? কার কথা?
হাওয়া এসে আছাড়ি পিছাড়ি মারে
আলো এসে স্পষ্ট করে সীমা |
মৃত্যু এসেও "রাধে রাধে" করে
অন্ধকার মুক্ত করে ডানা
শ্যাওলা বনে আগুন লাগে যেন,
বিষাদ খাদে "রাধে রাধে" বীণা
সারা জীবন বীণা বাজায় যেন
                                            বিষাদ খাদে, শ্যাওলা বনে শ্যামা