বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯

সেলিম রেজা



সেলিম রেজা

ব্যাক্তহীন কথকতা

নিঃসঙ্গ ঘোরের ভিতর ঝিমায়
বড়ো কঠিন ফেরার পথ, অলিগলি
জৌলুসহীন অতীত; দিনের মায়ায়
খুঁজে ফেরে জীবনের গোপন হাসি
নিঃসঙ্গ ঘোরের ভিতর ঘুমায় অনেকে
অনেকেই জেগে উঠে নির্জন রাতে
যেমন সহসা জেগে উঠে স্মৃতি,
মনে পড়ে ব্যক্তহীন কথাগুলি
শীতের রাতে গাঢ় কুয়াশা
মেঘালয়ের চেরাপুঞ্জিতে উষ্ণতা
সময়ের গুহায় লুকানো এক একটি স্বপ্ন
ভালোবাসার এক একটি গোপন চিঠি...







ছায়াশরীর

বয়সটা কী দেখেছো!
চামড়ার ভাঁজ চোখে পড়লো বুঝি!
রক্তবর্ণ ঠোঁট, বুকের জমিনে উত্তাল ঢেউ
ফিকে সব সময়ের বিবর্তে
কোথাও খোঁজে পাবে না চেনামুখ
রাশিরাশি স্বপ্ন
সব দগ্ধ, বিমর্ষ, রুগ্ন
দেখেছো আলোর কুপিটা
ক্যামন নিভুনিভু
অন্ধকার ঘরের ছায়াশরীর;
ছুঁয়ে দেখবে!দেখো-
অনুভূতিগুলো মরা গাঙের জল
বুকের উত্তাপ হারিয়েছে সেই কবে
আধমরা জীবন শুধুই জ্বলছে অনলে







দুটি কবিতা

স্বপ্ন এঁকে দিলে স্বপ্নময় চোখে
কলাপাতা রঙের শাড়িটা মানিয়েছে বেশ
নিঃসঙ্গ দুপুরে মুঠোফোন আলাপচারিতা
বেশ স্মৃতিময় ভুলে-বেভুলে ফেরার তাগিদ
লজ্জাবতী লতার নিরবতা বড্ড অন্যরকম লাগে

অভিশাপেও মায়া আছে
মায়ায় জড়িয়ে যাবে কেউ
এমন করে ডাকলে কাছে;
অভিশাপেও মায়া আছে...







মিছিলে যাবো

যতটা যাচ্ছি এগিয়ে
ততটা পড়ছি পিছিয়ে
ভাঙনের শব্দ
স্বপ্নের শবদেহ
উদাসীন চেহারা
নিদ্রাহীন পাখির মতো;
দিন দিন বাড়ছে অবিশ্বাসের ডালপালা
সন্দেহ ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ প্রান্তরজুড়ে
উত্তাল মিছিল বলিষ্ঠ কণ্ঠস্বর
বিপ্লবী স্লোগান
এখন ইতিহাস;
শিল্পের হাত রুদ্ধ পুঁজিবাদী ট্রেডে
আমলা দেন-দরবার সবই আছে
দ্বিধায় আমরা
কর্পোরেট সময়
আধুনিকতার অজুহাত
মানবিক অধিকার
টক শো মিডিয়াতে;
বদলে যাচ্ছে শিকারমন্ত্র-যন্ত্রতন্ত্র
জ্বলে উঠবে চেতনার নিউরন
একদিন প্রবল বিশ্বাসে দাঁড়াবে
সবাই মিছিলে যাবে
চলো মিছিলে যাবো







ভাবনার খসড়া-৩

পৌষের মেলা থেকে কিনে নেয়া কাঠের ঘোড়াগুলো
দাঁড়িয়ে আছে শোকেসে; তীক্ষ্ম দৃষ্টিতে তাকানো-
দৃষ্টির আড়াল হয় না কখনো, প্রেম জাগে মনে
মায়াঘুমে পোয়াতি বউ একটু-আধটু ছুঁয়ে দেয়
নিটোল ভালোবাসার জোয়ারে ভাসে শরমের আলখেল্লা
ভাবে বিস্ময়ে কীভাবে হাঁটু মুড়ে ঘুমিয়ে পড়ে-
আদি ঋণ, সুবিশাল মরুভূমি ফিরে পায় সবুজ যৌবন!
স্বপ্নের বারান্দায় ঠাঁয় দাঁড়িয়ে ভাবে বীজ-বৃক্ষ, সংসার সীমাবদ্ধতা;
নিবিড় ঘুমে মায়াময় আদরে আঙুল ছুঁয় নবজাত শিশু...