শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

রেজওয়ান তানিম


রেজওয়ান তানিম

হ্যাঁ, তোমাকেই বলছি

হ্যাঁ, তোমাকেই বলছি
হয়ত এখনই, না হয় কখনোই নয়।
হৃদপিণ্ডের ট্রাইকাসপিড উন্মুক্ত এখন, সেড়ে নাও
ইন্দ্রিয়গ্রাহ্য এই- রূপকথার লেনদেন!
অনাবশ্যক অন্ধকার টেনে আনা গণিকার ধূসর গহ্বর নয়,
ফেরারি হৃদয়
চাইলেই মিশে যাবে নিকোটিন হয়ে
রক্তধারার স্পন্দনে।










সময়ের কবিতা

যারা কথা রাখেনা তারাই তুবড়ি ছোটায়
কথা ও অকথার। বাকচাতুর্য শিল্পে
প্রধান দাবিদার তারা- প্রজন্ম সেরা পুরষ্কারের।
দেখে যায় বোবা সময় আর
অন্ধ বালক!

বালকের কানে ঢালে বিষ, পর্দাবিনাশী বিষ
গণ্ডমূর্খ শ্রোতার তালি।

        






ভালবাসা প্রিয়তমা

       তোমার জন্য ভালবাসা প্রিয়তমা-
যে ভালবাসার গায়ে চল্লিশটা গোলাপ পাপড়ির,
       অসহ্য সুন্দরের অমীমাংসিত রহস্য!

           অভিশাপ হয়ে তোমার দেহে আছড়ে পড়ুক
                      কণ্টকময় তেহরানি গোলাপগুচ্ছ আমার।








রসায়ন

অদ্ভুত সহজ এ জীবনের রসায়ন,
জীবনের মানে এক চাক্রিক বন্ধন।
প্রান্তে জুড়ে কিছু মৌলিক প্রয়োজন-
নি:শ্বাস অক্সিজেন, নির্মল শস্যকণা
আর এইটুকু প্রেম; জীবন মানে শুধুই
শাদা কটা মুহূর্তের টুকরো দুটো ছবি।








ঘুণ

আমি তো এখন মৃতপ্রায়
লিভিং ফসিল এক
আমার সাধনায় লেগেছে
জন্মান্তরের ঘুণ
মড়ক লেগেছে কথা ও কবিতায়!