মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

সুধাংশুরঞ্জন সাহা


সুধাংশুরঞ্জন সাহা

সম্পর্ক: পাঁচ  

সম্পর্ক ছোট হতে হতে
এখন স্কোয়ারফুটে ঠেকেছে

খাদের কিনারে দাঁড়ালে
চোখে ভাসে শেষ  ঠিকানা
খাদ জানে না সাঁকোর পূর্বাপর সমীক্ষণ
সম্পর্ক এক মিহি স্থাপত্য,
বসবাসে তার  অবাধ প্রশ্রয়








সম্পর্ক: ছয়

এপার ওপার মাঝখানে কাঁটাতার
নদী নেই কোথাও । তবুও সাঁতার
অমোঘ এক হাতছানি,  মাটির টান







সম্পর্ক: সাত

যে প্রেম হারিয়ে গেছে
রেখে গেছে পিছুটান
যে নদী চকিতে বদলায় গতিপথ
তার জন্য পীড়নে কে করে আনচান!







সম্পর্ক: আট 

শিকড়ের গূঢ়কথা আত্মসাৎ করে
শাখাপ্রশাখাও বিস্তর মেলছে ডানা
অপ্রতিদ্বন্দ্বী গল্পের ছায়া বুনেছে উদ্ভিদ
সেও এক সম্পর্কের  আলো । প্ররোচনা








সম্পর্ক: নয়

মেঠোচাঁদ কবেই হয়েছে  অবনত
শ্রাবণের নিরিবিলি অপরাহ্নের মেঘ ব্যারাকে!
নিস্ব মজুরের বিনোদনে কতটুকু আর উৎসব!
বেহালার ছড়ে  গলা সাধে সম্পর্কের গাঙচিল