মহ. ওলিউল ইসলাম
সমাচার
নিস্তব্ধের কিনারায় ভূমিষ্ঠ শিশু ইতিহাস,---
মাতৃত্ব হারিয়েছে ক্ষণজন্মার নসিব|
আগলদারিতে আটকে প্রাণের অস্তিত্ব |
---------বড় বড় চোখের
চালশে পড়া দৃষ্টির বেফিকির আনাগোনা|
বানানো শব্দের ---'আহারে,উহুরে' বৈমাতৃক সোহাগ,
--যেন মৃন্ময়ী সেজে বসে|
এ দিকে কিছু মুহূর্তের জন্য
অভিভাবক এক উদ্বাস্তু নাগরিক|
মৃত্যুর সীমান্ত থেকে
মগজে ঠেসে ঠেসে আছে বিবর্ণ অতীত|
বর্তমান, --এখনো কাঁচা,চল্লিশ দিন কবে শেষ হবে!--
-----প্রতীক্ষায়|
থ্যালামাস গুলো আন্দোলনের পথে|
গুরুমস্তিষ্ক বিশ্রাম নিতে চায়|
বিজ্ঞপ্তি ঝুলিয়ে, অনুমতির
অপেক্ষায়|
সাম্যতা ফেরাবে না লঘু----|
তবুও দেহখানি মন্থরগতিতে,-
ধিক্ ধিক্ ছুটছে--
আগামীর পানে|
বাঁচতে চায়,পুরাতনের
ভিড়ে নতুনকে জড়িয়ে ধরে |
পা দুটি ক্লান্ত,তবুও
থামতে চায়না|
গন্তব্যের সীমা অনেক আগেই জরীপ
করেছে তারা|
একটি সীমানায় শেষ হবে পথ|
যেখানে পৃথিবী শান্তবিশ্রামে,
মাটির সাথে আকাশ কানামাছি খেলে|
সেদিন স্বপ্নগুলো জেগে উঠবে ঘুম
থেকে|
বলবে,--
--আমাদের বেঁচে থাকা জীবনের প্রেরণায়,
--আমরা সুন্দর আগামী খুঁজে
দিতে পারি|
শুধু থাকতে দাও তোমার মনের ঠিকানায়|
অপূর্ণ ইচ্ছা গুলো
বৃদ্ধ চামড়ায় অপূর্ণ ইচ্ছা দোল খায়
|
কপালের বলি রেখায় লবণের হ্রদ |
পিছনের দিন গুলো ইশারায় দেখাই
আগামীর মুখ|
-------------অনুভবের সুখ||
সে গুলোও পিছনে গেছে চলে,----
কিছু চিহ্ন রেখে|
---কিছু শিক্ষা দিয়ে||
পুরাতন যা সব ঘন কালো,--
আর আগামীর রঙ ফিকে |
এর মাঝে কিছু সময় গোনা,---
আঙুলের বুকে|
কোন একদিন থেমে যাবে বুড়ো আঙুলের
হাঁটা|
----তর্জনী, অনামিকার
ঘরে|
তখন নতুন দিন, নতুন
মাস,
নতুন বছর গোণা হবে পুরাতন
ক্যালেন্ডারের মাঝে||
ইচ্ছা গুলো তখনও জীবিত, তবে
অপুষ্ট ||
সৌপ্তিক
এক ছটাক অভিমানে,
কয়েক পৃষ্ঠা টাটকা ইতিহাস লেখা|
চুরি হওয়া জীবনের ছন্দ,
মন্দ কথায় ভরা|
অনেকগুলো ব্যথার সমাবেশ,
এখন আনন্দ দেয়|
ভালোবাসার রসে ঝাঁঝালো গন্ধ,
আশাগুলো হাপিয়ে মরে|
তবুও নরম বিছানায় শক্তি খোঁজে দেহ|
স্বপ্ন শেখায় পাঠ|
--তখন ঘুমের মৃত্যু ,জেগে
ওঠাদের মাঝে|
চলচ্চিত্ত
অস্তিত্ব সংজ্ঞাহীন,
প্রশ্নছোড়া ঠোঁটের কোণে ঝুলছে
রহস্যের হাসি|
অবসাদ কিনেছি কল্পনা জমিয়ে|
এখন বিশাখ দত্তের মুদ্রারাক্ষস
কিংবা কলহনের রাজতরঙ্গিনী
বুকে জড়িয়ে ধরে ঘুমাই|
সকাল হারায় মধ্যাহ্নের ঘরে|
আশার আলো জোনাকীর গায়ে,
পুনরুদ্ধারের পাট্টায় বহু গরমিল|
নতুনের ছাঁচে কয়েক গণ্ডা মৃত্যুর
জন্ম,
গবেষণার খাতার পৃষ্ঠা ফুরিয়ে
এসেছে নিরীক্ষক,
পর্যবেক্ষণের আবদার মেটাতে|
যদিও আমি একটি ঘুমন্ত লড়ায়ের
মুখো-মুখি|
মস্তিষ্কজীবী প্রাণীর তকমা পেয়ে
এখন জেগেই থাকি অষ্টপ্রহর |